Darjeeling Skywalk Selfie Zone Clock Tower: আপনি কি কখনও দার্জিলিংয়ের ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন? না তোলা থাকলে, এখনই উৎসাহিত হওয়ার সময়। ঐতিহ্যবাহী এই ক্লক টাওয়ারকে ঘিরে পর্যটকদের আরও আকৃষ্ট করতে এক নতুন উদ্যোগ নিয়েছে দার্জিলিং পুরসভা।
দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি জানিয়েছেন, ক্লক টাওয়ার সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে একটি আধুনিক সেলফি জোন এবং স্কাইওয়াক। তাঁর কথায়, "প্রচুর পর্যটক ক্লক টাওয়ারের সঙ্গে ছবি তুলতে চান, কিন্তু ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে ছবি তোলা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। তাই ছোট আকৃতির স্কাইওয়াকের মাধ্যমে নিরাপদভাবে সেলফি নেওয়ার ব্যবস্থা করা হবে।"
ক্লক টাওয়ারটি শুধু দার্জিলিংয়ের নয়, গোটা পাহাড়ের ইতিহাসের সাক্ষী। ১০০ ফুট উঁচু এই পাথরের তৈরি টাওয়ারে প্রতি ঘণ্টায় বেজে ওঠে ঐতিহ্যের ঘণ্টাধ্বনি। ১৮৫০ সালে পথচলা শুরু করা দার্জিলিং পুরসভা ভবনেরই অংশ এটি। পাশেই রয়েছে ক্যাপিটাল হল, যেখানে সম্প্রতি অনুরাগ বসুর ‘আশিকি থ্রি’ সিনেমার একটি গানের শুটিং হয়েছে। বহু বলিউড, টলিউড ও নেপালি সিনেমার দৃশ্যেই দেখা গিয়েছে এই টাওয়ারটিকে।
চলাচলের ব্যস্ত গান্ধি রোডে সেলফি তোলার জন্য উপযুক্ত জায়গার অভাবে অসুবিধা পোহাতে হয় পর্যটকদের। সেই কারণেই এবার ছয় মাসের মধ্যে সম্পূর্ণ হবে সেলফি জোন ও স্কাইওয়াক তৈরির কাজ, এমনটাই জানালেন চেয়ারম্যান।
দর্শনার্থীদের নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই প্রকল্প — যেখানে নিরাপদভাবে ছবি তোলার সুযোগ মিলবে ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণে।