Darjeeling Melo Tea Fest: পাহাড়ে সংগীত চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মেলো টি ফেস্টের (Melo Tea Fest) আয়োজন করেছে দার্জিলিং পুলিশ (Darjeeling Police)। শুক্রবার দার্জিলিং ম্যালের চৌরাস্তায় (Darjeeling Mall Chowrasta) এই উৎসবের উদ্বোধন করেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (GTA) চিফ এক্সিকিউটিভ অনিত থাপা (Anit Thapa)। তিনদিনের এই ফেস্টের শেষদিন অর্থাৎ ২৪ ডিসেম্বর দার্জিলিং হিল ম্যারাথন (Darjeeling Hill Marathon) অনুষ্ঠিত হবে।
গান, দার্জিলিং টি ও দার্জিলিংয়ের কমলালেবু
দার্জিলিং পুলিশ প্রতি বছরই হিল ম্যারাথনের আয়োজন করে। এবার তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে গান, দার্জিলিং টি ও দার্জিলিংয়ের নিজস্ব কমলালেবুকে। বিভিন্ন জনজাতির নিজস্ব রীতির সংস্কৃতি নিয়ে সারা বছর চর্চা করে। পাশাপাশি তরুণ প্রজন্ম প্রচুর ছোট ছোট ব্যান্ড তৈরি করে বছরভর সংগীত চর্চা করছে। পাহাড়ের প্রচুর ছেলেমেয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে ব্যান্ডে যেমন কাজ করেন পাশাপাশি সংগীত শিল্পীদের সঙ্গেও কাজ করছেন। পাহাড়ের এই সংগীত চর্চাকে তুলে ধরতেই দার্জিলিং পুলিশের এই মেলো টি ফেস্টের আয়োজন। এখানে পাহাড়ের প্রসিদ্ধ চায়ের সঙ্গেও সংগীতকেও তুলে ধরা হচ্ছে।
গান নিয়েই মূল আয়োজন
দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ জানান, এই উৎসবে মোট ৭৫টি ব্যান্ড অংশগ্রহণ করছে। শুক্রবার এবং শনিবার ব্যান্ডগুলি নিজেদের অনুষ্ঠান করবে। ৫টি সেরা ব্যান্ডকে পুরস্কৃত করা হবে। ম্যালের চৌরাস্তায় আয়োজিত এই উৎসবে দার্জিলিংয়ের প্রসিদ্ধ কমলালেবু ও চা নিয়ে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সুপার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাহাড়ে গান-বাজনার ভালো চর্চা রয়েছে। কিন্তু প্রচারের অভাব রয়েছে। তাই একটা মঞ্চ তৈরি করে দিতে চেয়েছেন তাঁরা। এই উৎসবের সূচনায় রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এডিজি অজয় কুমার, দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল উপস্থিত ছিলেন।
মূলত পাহাড়ের সংগীত চর্চাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই বিশেষ মেলো টি ফেস্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার জিটিএ চিফ অনিত থাপা দার্জিলিং মেলের চৌরাস্তায় এই উৎসবের সূচনা করেছেন। দার্জিলিং পুলিশ প্রতি বছর হিল ম্যারাথনের আয়োজন করে। এবার সেই সঙ্গে মেলোটি ফেস্টের আয়োজন করা হয়েছে। গত বছরগুলিতে সর্বভারতীয় সংগীতের টিভি শো গুলিতে পাহাড়ি গায়ক গায়িকাদের রমরমা। সেই সঙ্গে পাহাড়ের আনাচে কানাচে প্রচুর ব্যান্ড রয়েছে যেগুলি ওয়েস্টার্ন সংস্কৃতিতে উদ্বুদ্ধ। সেগুলিকে এক প্লাটফর্মে এনে প্রচারউ উদ্দেশ্য।