Advertisement

Darjeeling Tourism: দার্জিলিং বারবার গেলেও ৭ জিনিস অনেকেই মিস করেন, আপনিও সেই ভুল করবেন না

Darjeeling Tourism: দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে অনেকেই কিছু অমূল্য অভিজ্ঞতা মিস করে ফেলেন। এই গাইডে জানুন, সামার ভ্যাকেশনে পাহাড়ে ঘোরার সময় কী কী মিস করবেন না কিছুতেই। ঘোরাও হবে পরিপূর্ণ, স্মৃতিও রয়ে যাবে দুর্দান্ত।

দার্জিলিং গেলে সবাই যে ৭টি জিনিস মিস করেনদার্জিলিং গেলে সবাই যে ৭টি জিনিস মিস করেন
সংগ্রাম সিংহরায়
  • দার্জিলিং,
  • 17 Apr 2025,
  • अपडेटेड 5:47 PM IST

Darjeeling Tourism: দার্জিলিং পাহাড়ের রানি। চা-বাগান, টয় ট্রেন আর কুয়াশাঘেরা সকাল বললেই এই শহরের কথা মনে পড়ে। গরমের ছুটিতে হাতে বেশি পয়সাকড়ি না থাকলে আমরা ঠান্ডার পরখ করতে চেনা কিন্তু চির অচেনা শৈলরানি দার্জিলিংয়ের দিকেই ছুটি। বাঙালির পুরি-দিঘার সঙ্গে দার্জিলিং

কিন্তু সামার ভ্যাকেশনে দার্জিলিং ঘুরতে গিয়ে অনেকেই কিছু গতানুগতিক ঘোরার মাঝে বিশেষ কয়েকটি জিনিস মিস করে ফেলেন, যা এই ট্রিপকে আরও রোমাঞ্চকর ও অর্থবহ করে তুলতে পারত। অনেকবার হয়তো গিয়েছেন। কিন্তু এই জিনিসগুলি পরখ করা হয়নি। এখানে রইল সেই সব ‘মাস্ট ডু’ জিনিসের তালিকা, যাতে আপনার ভ্যাকেশন হয় একশো শতাংশ পারফেক্ট।

১. টয় ট্রেন যাত্রা না করেই ফিরে আসা
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের টয় ট্রেন UNESCO হেরিটেজ সাইট। কার্শিয়ং থেকে দার্জিলিং বা ঘুম পর্যন্ত ছোট এই রেলযাত্রা আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে।
টিপ: টিকিট অগ্রিম কেটে রাখুন।

২. ভোরে টাইগার হিল না ওঠা
টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার সানরাইজ একবার দেখলে আজীবন ভুলতে পারবেন না।
টিপ: সকাল ৩:৩০-৪:০০টার মধ্যে রওনা দিন, না হলে জায়গা পাবেন না।

৩. স্থানীয় থুকপা ও মোমো না খাওয়া
লোকাল তিব্বতীয় খাবার দার্জিলিংয়ের অন্যতম গর্ব। মল রোড বা চৌরাস্তা রোডে কিছু গোপন ক্যাফে আছে, যেগুলি শুধু স্থানীয়রা জানে।
টিপ: Kunga Restaurant বা Sonam’s Kitchen ট্রাই করুন।

৪. চা-বাগানে হেঁটে না যাওয়া
দার্জিলিং মানে শুধু চা কিনে আনা নয়, বরং চা-বাগানে হেঁটে বেড়ানো ও চা তৈরি হওয়া দেখাও এক অনন্য অভিজ্ঞতা।
টিপ: Happy Valley Tea Estate বা Makaibari যান গাইড নিয়ে।

৫. ঘুম মনাস্টেরি ও হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিস করে দেওয়া
ঘুম মনাস্টেরির ১৫ ফুটের বুদ্ধ মূর্তি এবং পাহাড়ি ইতিহাসের সংগ্রহশালা মিস করা মানে দার্জিলিংয়ের আত্মাকে না ছুঁয়ে ফিরে আসা।

৬. লোকাল মার্কেট ও হ্যান্ডক্রাফটস মিস করা
চৌরাস্তা ও নিউ মার্কেট-এ এমন সব হস্তশিল্প, কাঠের খেলনা আর পশমি জামা পাওয়া যায়, যা অন্য কোথাও নেই।
টিপ: স্থানীয় দোকান থেকে কেনাকাটা করে স্থানীয় শিল্পীদের সাপোর্ট করুন।

Advertisement

৭. শুধু ট্যাক্সিতে ঘোরা
অনেকেই হাঁটাহাঁটি না করে গাড়িতেই দার্জিলিং চষে ফেলেন। কিন্তু রাস্তায় হাঁটলেই পাওয়া যায় দার্জিলিংয়ের আসল রূপ। 
টিপ: একদিন শুধু হাঁটুন। মল রোড থেকে Observatory Hill—অবিস্মরণীয় অভিজ্ঞতা।

আপনার দার্জিলিং ট্রিপ হোক এমন, যা স্মৃতি হয়ে থাকবে আজীবন। তাই এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো মিস করবেন না। দার্জিলিং শুধুই ঠান্ডা নয়, এটা এক জার্নি—প্রকৃতি, সংস্কৃতি আর স্মৃতির মিশেল। যা মিস করবেন না।

 

Read more!
Advertisement
Advertisement