Advertisement

Darjeeling New Year Celebration 2026: গাড়ি বিতর্ক সরিয়ে বর্ষবরণে উপচে পড়া ভিড় দার্জিলিঙে, কত পর্যটক হল?

Darjeeling New Year Celebration 2026: ঘুম এবং দার্জিলিং রেলস্টেশনেও দিনভর পর্যটকদের ভিড় চোখে পড়ছে। দার্জিলিং–ঘুম ও দার্জিলিং–কার্শিয়ং রুটে টয়ট্রেনের প্রতিটি কামরাই পর্যটকে ঠাসা।

গাড়ি বিতর্ক সরিয়ে বর্ষবরণে উপচে পড়া ভিড় দার্জিলিংঙে, কত পর্যটক হল?গাড়ি বিতর্ক সরিয়ে বর্ষবরণে উপচে পড়া ভিড় দার্জিলিংঙে, কত পর্যটক হল?
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 3:59 PM IST

Darjeeling New Year Celebration 2026: বর্ষশেষ মানেই পাহাড়ের ডাক। আর সেই ডাকেই নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকে জমজমাট শৈলশহর দার্জিলিং। ম্যালের চৌরাস্তা, গ্লেনারিজ, টয়ট্রেন স্টেশন থেকে শুরু করে চিড়িয়াখানা, শহরের প্রায় প্রতিটি প্রান্তেই এখন থিকথিকে ভিড়। ইংরেজি নববর্ষ উপলক্ষে আলোকমালায় সাজানো দার্জিলিং যেন উৎসবের রোশনাইয়ে আরও ঝলমলে হয়ে উঠেছে।

হোটেল, রেস্তোরাঁ, ক্যাফেগুলিতে রাতভর লাইভ মিউজিক, ডিজে পার্টির আয়োজন চলছে। বড়দিন থেকে বর্ষবরণ, এই পুরো মরশুম জুড়েই পর্যটকের ঢল নেমেছে পাহাড়ে। যদিও ক’দিন আগেই পাহাড় ও সমতলের গাড়িচালকদের মধ্যে টানাপোড়েনে যান চলাচল নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তার জেরে টাইগার হিলে গাড়ি যাওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। তবে জিটিএ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের পর্যটকের স্রোত পাহাড়মুখী।

হাড়কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেও দার্জিলিংয়ে ছুটি কাটাতে এসে খুশিতে মেতে উঠেছেন বাঙালি পর্যটকরা। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী সংবাদমাধ্য়মকে জানিয়েছেন, “৩ জানুয়ারি পর্যন্ত টয়ট্রেন পুরো বুকিং। প্রতিদিনই নতুন পর্যটক আসছেন, কিন্তু আর জায়গা নেই।”

আরও পড়ুন

শহরের হোটেলগুলির অবস্থাও একই। দার্জিলিংয়ের হোটেল ব্যবসায়ী সংগঠনের তরফে জানানো হয়েছে, ৫ জানুয়ারি পর্যন্ত আমাদের সব রুম বুকিং ফুল। এখন নতুন করে কাউকে জায়গা দেওয়া সম্ভব নয়। পর্যটকদের তরফে কেউ কেউ জানান বলেন, “প্রতি বছরই এই সময়ে দার্জিলিং আসি। এবার ঠান্ডা একটু বেশি। কিন্তু সকালের পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ম্যালে কমলালেবু উৎসবও বেশ ভালো লাগছে।”

ঘুম এবং দার্জিলিং রেলস্টেশনেও দিনভর পর্যটকদের ভিড় চোখে পড়ছে। দার্জিলিং-ঘুম ও দার্জিলিং-কার্শিয়ঙে টয়ট্রেনের প্রতিটি কামরাই পর্যটকে ঠাসা। বারাসত থেকে আসা একটি গ্রুপের তরফে রূপায়ন জানা জানিয়েছেন, ৩ বার টয়ট্রেনে উঠছি, প্রতিবারই উত্তেজনা অনুভব হয়।”

Read more!
Advertisement
Advertisement