Advertisement

Dooars Jungles Opening: মঙ্গলবার থেকে খুলছে ডুয়ার্সের সব জঙ্গল, সাফারি থেকে এন্ট্রি-ফি বাড়ল না কমল?

Dooars Jungles Opening: শেষ মুহূর্তে চলছে জোরকদমে প্রস্তুতি। নজরমিনারের চারপাশে তারের বেড়া ও খাদ খনন, হাতি রাখার শেড সরানো, নতুন সাইনবোর্ড বসানো থেকে শুরু করে পর্যটকদের সুবিধার্থে জিপসি পার্কিংয়ের ব্যবস্থাও গুছিয়ে আনা হয়েছে।

মঙ্গলবার থেকে খুলছে ডুয়ার্সের সব জঙ্গল, সাফারি থেকে এন্ট্রি-ফি বাড়ল না কমল?মঙ্গলবার থেকে খুলছে ডুয়ার্সের সব জঙ্গল, সাফারি থেকে এন্ট্রি-ফি বাড়ল না কমল?
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 4:33 PM IST

Dooars Jungles Opening From 16 September: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ডুয়ার্সের গরুমারা, জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা টাইগার রিজার্ভ। প্রতি বছরের মতো ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর বন্যপ্রাণীর প্রজননকাল শেষে শুরু হচ্ছে জঙ্গলে প্রবেশ। তার আগে শেষ মুহূর্তে চলছে জোরকদমে প্রস্তুতি। নজরমিনারের চারপাশে তারের বেড়া ও খাদ খনন, হাতি রাখার শেড সরানো, নতুন সাইনবোর্ড বসানো থেকে শুরু করে পর্যটকদের সুবিধার্থে জিপসি পার্কিংয়ের ব্যবস্থাও গুছিয়ে আনা হয়েছে।

জলদাপাড়া
জলদাপাড়ায় পাঁচটি হাতিকে রাইডিংয়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে। একইসঙ্গে জঙ্গল সাফারি আরও নিরাপদ ও আরামদায়ক করতে রাস্তা সংস্কারের কাজ প্রায় শেষ। জলদাপাড়ায় দীর্ঘদিনে বন্যপ্রাণী রক্ষায় শহিদ হওয়া ২৪ জন বনকর্মীর স্মৃতিতে তৈরি হয়েছে একটি স্মৃতিসৌধ।

লাটাগুড়ি ও গরুমারা
লাটাগুড়ি ও গরুমারা জঙ্গলে জিপসি সাফারির জন্য এবারও কোনও খরচ বাড়ানো হয়নি। গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশে গরুমারায় টিকিট ছাড়াই প্রবেশের সুযোগ চালু হয়েছে, যা এ বছরও বহাল থাকছে। তবে সাফারির জন্য নির্ধারিত জিপসি ভাড়া ও গাইড ফি আগের মতোই রয়েছে। লাটাগুড়ির জিপসি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, জঙ্গলের বেহাল রাস্তাঘাট মেরামত হওয়ায় এবার পর্যটকদের নিয়ে সাফারির কাজ আরও সুষ্ঠুভাবে চালানো যাবে।

বক্সা টাইগার রিজার্ভ
বক্সা টাইগার রিজার্ভেও জিপসি সাফারি শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। রাজাভাতখাওয়া ও জয়ন্তী এই দুটি কেন্দ্র থেকেই সাফারির সুযোগ থাকছে। যদিও হাতি সাফারির সম্ভাবনা থাকলেও তা এখনও নিশ্চিত নয়। বন দফতরের তরফে জানানো হয়েছে, জঙ্গলে প্রবেশের জন্য আলাদা করে কোনও ফি লাগবে না। সব জঙ্গলে প্রবেশ এখন পর্যটকদের জন্য একেবারে বিনামূল্যে।

পর্যটকদের সুবিধার্থে স্বল্পমূল্যে অনলাইন টিকিট চালুর দাবি জানিয়েছে ডুয়ার্সের পর্যটন ব্যবসায়ী সংগঠনগুলি। তাঁদের মতে, অনেকে দ্বিধায় থাকেন যে তাঁরা জঙ্গলে ঢুকতে পারবেন কি না, অনলাইন টিকিট থাকলে এই সমস্যা দূর হবে।

গরুমারা ও লাটাগুড়ি সাফারি জিপসি ভাড়া (প্রতি গাড়ি):

Advertisement

যাত্রাপ্রসাদ, মেদলা, চন্দ্রচূড় রুট: ৯৬০–১৪৯০ টাকা (রুট ও শিফট ভেদে আলাদা হতে পারে) চুকচুকি রুট: ৯৬০ টাকা
গাইড ফি: ₹৫০০ টাকা
প্রবেশ মূল্য (Entry Fee): তুলে দেওয়া হয়েছে (সরকারি নির্দেশ অনুযায়ী মকুব)

হাতি সাফারির রেট (প্রতি রাইড)

গরুমারা জাতীয় উদ্যান: ১০২০ টাকা প্রতি রাইড
জলদাপাড়া জাতীয় উদ্যান: ১২০০ প্রতি রাইড

Read more!
Advertisement
Advertisement