Advertisement

Buxa Tiger Reserve: ভরা মরশুমেও পর্যটকশূন্য বক্সা, ২৩ ডিসেম্বর পর্যন্ত বুকিং মিলছে না, কেন?

Buxa Tiger Reserve: ২৩ ডিসেম্বর পর্যন্ত বুকিং বাতিল রয়েছে আকর্ষণের বক্সায়। তারপর কী হবে, এই নিয়ে এখন জোর চর্চা চলছে পর্যটন সার্কিটে। উত্তরবঙ্গ জুড়ে এখন পর্যটনের মরশুম। পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম ব্যবসায়ীরা। সেখানে বক্সায় উল্টো ছবি।

ভরা মরশুমেও পর্যটকশূন্য বক্সা, ২৩ ডিসেম্বর পর্যন্ত বুকিং মিলছে না, কেন?
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 21 Dec 2024,
  • अपडेटेड 4:16 PM IST

সামনেই ইংরেজি নতুন বছর ও বড়দিন। ইয়ার এন্ডিংয়ের বছরে এই দুই মেগা ইভেন্টেই পর্যটক হারাচ্ছে বক্সা টাইগার রিজার্ভ (Buxa Tiger Reserve)। বক্সা টাইগার রিজার্ভের রিসর্ট, হোমস্টে বন্ধের উপর হাইকোর্টের স্টে অর্ডার উঠে যেতেই ন্যাশনাল গ্রিন ট্রাইবিউনালের আগের রায় কার্যকর হওয়ায় সিঁদুরে মেঘ দেখছে গোটা বক্সা টাইগার রিজার্ভের পর্যটন ব্যবসায়ী মহল।

২৩ ডিসেম্বর পর্যন্ত বুকিং বাতিল রয়েছে আকর্ষণের বক্সায়। তারপর কী হবে, এই নিয়ে এখন জোর চর্চা চলছে পর্যটন সার্কিটে। উত্তরবঙ্গ জুড়ে এখন পর্যটনের মরশুম। পর্যটকের ভিড় সামাল দিতে হিমশিম ব্যবসায়ীরা। সেখানে বক্সায় উল্টো ছবি। গ্রিন ট্রাইবিউনালের রায় বহাল থাকায় বক্সায় পর্যটকদের রাত্রিযাপন বন্ধের খবরে পর্যটকদের বুকিং নেই।

আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ট্যুরিজম আ্যসোসিয়েশনের সম্পাদক মানব বক্সি সংবাদমাধ্য়মে অভিযোগ করেছেন, হাইকোর্টে গ্রিন ট্রাইবিউনালের রায়ের শুনানি চলাকালীন বক্সায় রিসর্ট বা হোমস্টেগুলিতে রাত্রিযাপন করা যাবে না, এমন কোনও লিখিত নির্দেশ দেওয়া হয়নি।বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ জোর করে রাত্রিবাস করতে দিচ্ছে না। যার ফলে মার খাচ্ছে পর্যটন।

বক্সা টাইগার রিজার্ভের ডিএফডি ডঃ হরিকৃষ্ণন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘আদালতের নিয়ম মেনেই বন দফতর কাজ করছে। সেই অনুযায়ী সমস্ত হোটেল, রিসর্ট, হোমস্টে মালিকদের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু সেই নোটিশ মানতে নারাজ বক্সার বিভিন্ন পর্যটন সংস্থা। ব্যবসায়ীদের একাংশের দাবি, সেই নোটিশ ঠিক নয়। তবে যাই হোক, বক্সা রিজার্ভ কর্তৃপক্ষের অনুমতি না মিললে কোনও উপায় নেই। ২৩ ডিসেম্বর হাইকোর্টের শুনানির দিকে তাকিয়ে থাকতে হবে তাদের। 

বক্সা টাইগার রিজার্ভে সব মিলিয়ে ১৫০টির মতো হোটেল, রিসর্ট এবং হোমস্টে রয়েছে। পর্যটন ব্যবসায় যুক্ত রয়েছেন ১০ হাজারের বেশি মানুষ। শুক্রবার বক্সা, জয়ন্তীতে বেড়াতে এসে পর্যটকদের নিরাশ হয়ে ফিরে যেতে হয়েছে। তার ওপরে রাত্রিযাপন নিষিদ্ধ হওয়ার জেরে ২৩ ডিসেম্বরের পরেও নতুন করে বক্সার কোনও এলাকাতেই হোমস্টে বা রিসর্টে বুকিং করার সাহস পাচ্ছেন না পর্যটকরা। পরিবর্তে অন্য পর্যটনকেন্দ্রগুলিতে চলে যাচ্ছেন তাঁরা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement