Advertisement

Darjeeling Toy Train Joyride: পর্যটনের মরশুমে দার্জিলিঙে আরও বাড়তি জয় রাইড, কবে থেকে?

Darjeeling Toytrain Joyride: সময়ের সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এবার পাহাড়ে আগাম গ্রীষ্মকালীন পর্যটন মরশুম শুরু হবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দার্জিলিংয়ে বিভিন্ন হোটেল, হোমস্টেগুলিতে বুকিংও শুরু হয়ে গিয়েছে। হোলি উপলক্ষ্যে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশায় রেলকর্তারাও।

পর্যটনের মরশুমে দার্জিলিঙে আরও বাড়তি জয় রাইড, কবে থেকে?পর্যটনের মরশুমে দার্জিলিঙে আরও বাড়তি জয় রাইড, কবে থেকে?
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 28 Feb 2025,
  • अपडेटेड 8:16 PM IST

Darjeeling Toy Train Joyride: স্কুলে পরীক্ষা শেষের পথে। ফলে পাহাড়ে পর্যটকদের ঢল নামা এখন সময়ের অপেক্ষা। হোলি থেকেই শুরু হয়ে যাবে গরমের পর্যটন মরশুম। পরীক্ষার পর একমাস বিশেষ করে পাহাড়ে ছুটবেন পর্যটকরা। এ কারণেই বাড়তি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। কারণ পরীক্ষা শেষ হতেই পাহাড়ে পর্যটকদের আনাগোনা শুরু হয়ে যাবে। আর পাহাড়ে পর্যটক এলেই তারা একবার হলেও টয় ট্রেন চড়বেই। তাই সকলের সুবিধার্থে জয়রাইডের সংখ্যা বাড়ানো হল।

রংয়ের ছোঁয়া লেগেছে পাহাড়ের কোলে। রংবেরংয়ের নানা ফুল, পাখি আর অর্কিডে এ পাহাড় যেন নতুন চেহারার পাহাড় (Hill Toursim)। শীতের তুষার (Snowfall Darjeeling) আর হাড়হিম ঠান্ডা কাটিয়ে এখন পাহাড়ে এখন বসন্ত(Spring On Hill)। দার্জিলিং হিমালয়ান রেলওয়েতেও তারই ছোয়া। ইতিমধ্যেই হোলি (Holi) থেকে পর্যটনের মরশুম শুরু হয়ে গিয়েছে। চলবে বর্ষার আগে পর্যন্ত। পর্যটকদের কথা মাথায় রেখে ৪টি নতুন জয়-রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR)। দার্জিলিং ও ঘুমের মধ্যে ডিজেল ইঞ্জিনে স্পেশ্যাল টয়ট্রেন জয়রাইড চলবে ১মার্চ থেকে ৩০ জুন অবধি।

সময়ের সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় এবার পাহাড়ে আগাম গ্রীষ্মকালীন পর্যটন মরশুম শুরু হবে মনে করা হচ্ছে। ইতিমধ্যে দার্জিলিংয়ে বিভিন্ন হোটেল, হোমস্টেগুলিতে বুকিংও শুরু হয়ে গিয়েছে। হোলি উপলক্ষ্যে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে দার্জিলিংয়ে পর্যটকদের সংখ্যা বাড়বে বলে আশায় রেলকর্তারাও। সেদিকে নজর রেখে ১০ মার্চ থেকে দার্জিলিং এবং ঘুমের মধ্যে পুনরায় ১২টি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএইচআর। আর যে কারণেই ডিজেল ইঞ্জিনগুলির রক্ষণাবেক্ষণের কাজে হাত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, ‘১০ মার্চ থেকে ১২টি জয়রাইড চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইঞ্জিনের কিছু কাজের পাশাপাশি শিফট করতে হচ্ছে। এই কাজের জন্য একটি রুটকে বন্ধ রাখতে হচ্ছে। তবে শনিবার থেকে পুনরায় টয়ট্রেন চলবে।’

এদিকে ইঞ্জিনে কিছু কাজের জন্য শুক্রবার দার্জিলিং এবং নিউ জলপাইগুড়ি জংশনের মধ্যে টয়ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)।

Advertisement

জনপ্রিয়তার জন্য এখন সারা বছরই পাহাড়ে একাধিক জয় রাইড চলে। দুধরনের টয় ট্রেন চালানো হয়। এর মধ্যে স্ট্রিম ইঞ্জিনের জয় রাইডের ভাড়া দেড় হাজার টাকা। আর ডিজেল ইঞ্জিনের ভাড়া এক হাজার টাকা। আগের থেকে ভাড়া অনেকটা বেড়েছে। তবে ভাড়া বাড়লেও জয় রাইড চড়তে পর্যটকদের সংখ্যা কমছে না। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত heritage ট্রেন পরিষেবা। 

 

 

Read more!
Advertisement
Advertisement