Advertisement

Jungle Skywalk At Dooars Lataguri: এবার ডুয়ার্সের জঙ্গলের উপর দিয়ে স্কাইওয়াক, পর্যটকদের জন্য দারুণ খবর

Jungle Skywalk At Dooars Lataguri: লাটাগুড়িতে জঙ্গল ভ্রমণের পর এবার পর্যটকদের জন্য নতুন চমক। জেলা পরিষদের উদ্যোগে তৈরি হচ্ছে এক কোটির স্কাইওয়াক, পর্যটনে যুক্ত হচ্ছে নতুন মাত্রা।

এবার ডুয়ার্সের জঙ্গলের উপর দিয়ে স্কাইওয়াক, পর্যটকদের জন্য দারুণ খবরএবার ডুয়ার্সের জঙ্গলের উপর দিয়ে স্কাইওয়াক, পর্যটকদের জন্য দারুণ খবর
Aajtak Bangla
  • লাটাগুড়ি,
  • 04 May 2025,
  • अपडेटेड 5:03 PM IST

Jungle Skywalk At Dooars Lataguri:জলপাইগুড়ির লাটাগুড়ি বরাবরই বনজঙ্গল, বন্যপ্রাণী ও প্রকৃতির টানে ভরপুর। এবার এই পর্যটন কেন্দ্রে যোগ হতে চলেছে এক অভিনব অভিজ্ঞতা—‘আকাশে হাঁটা’। লাটাগুড়ির কেন্দ্রে অবস্থিত গ্রাম পঞ্চায়েতের পুকুরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক স্কাইওয়াক, যার নির্মাণে খরচ হবে প্রায় ১ কোটি টাকা। জলপাইগুড়ি জেলা পরিষদের এই উদ্যোগ পর্যটনে আনছে নতুন দিগন্ত।

লাটাগুড়ি বাজারের কেন্দ্রস্থলে, জাতীয় সড়কের পাশে অবস্থিত পুকুরটিকে ঘিরে দীর্ঘদিন ধরেই সৌন্দর্যায়নের দাবি উঠছিল। সেই অনুযায়ী জেলা পরিষদ প্রথম পর্যায়ে পুকুরের চারপাশ বাঁধাই, মুক্তমঞ্চ, এবং একটি ওয়াচটাওয়ার নির্মাণ করেছে। দ্বিতীয় ধাপে এবার থাকছে মিউজিক্যাল ফোয়ারা, নৌকা বিহার এবং মূল আকর্ষণ—স্কাইওয়াক।

জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ মহুয়া গোপ জানিয়েছেন, স্কাইওয়াকটি জঙ্গলের পাশে সবরকম পরিবেশ-বান্ধব নীতিমালা মেনেই তৈরি হবে এবং শীঘ্রই কাজ শুরু হবে। বাস্তুকাররা ইতিমধ্যেই স্থান পরিদর্শন করেছেন।

লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে পুরো বিষয়টি নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তাঁরা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্কাইওয়াক চালু হলে সন্ধ্যার পরে পর্যটকদের নতুন আকর্ষণ তৈরি হবে, যা লাটাগুড়িকে এগিয়ে নিয়ে যাবে সারা ভারতের পর্যটন মানচিত্রে।

এই প্রকল্পটি চালু হলে শুধু পর্যটকদের অভিজ্ঞতাই সমৃদ্ধ হবে না, স্থানীয় অর্থনীতিও লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

 

 

Read more!
Advertisement
Advertisement