Kailas Manasarovar Yatra Nathula: পাঁচ বছর বন্ধ থাকার পর, সিকিমের নাথু লা পাস দিয়ে আবার শুরু হতে চলেছে কৈলাস মানসরোবর যাত্রা। ২০২০ সালে কোভিড-১৯ মহামারী এবং ভারত-চিন সীমান্ত উত্তেজনার কারণে এই যাত্রা স্থগিত করা হয়েছিল। এবার, ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই পবিত্র যাত্রার পথ পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে, ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি চীন সফরে গিয়ে চিনের বিদেশসচিব সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয় এবং চিন সম্মতি দেয়। এরপর, সিকিম সরকার পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু করে। জানানো হয়েছে। নাথু লা দিয়ে কৈলাস মানসরোবর যাত্রা পুনরায় শুরু হচ্ছে জুন ২০২৫-এ।
সিকিমের রাজধানী গ্যাংটক এবং নাথু লা-র মধ্যে দুটি অ্যাক্লাইমেটাইজেশন সেন্টার তৈরি করা হচ্ছে, যেখানে যাত্রীদের জন্য শৌচালয়সহ প্রয়োজনীয় সুবিধা থাকবে। পর্যটনমন্ত্রী ছেরিং থেনডুপ ভুটিয়া জানিয়েছেন, "কৈলাস যাত্রার পরিকাঠামো তৈরির জন্য কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কাজ চলছে।"
কবে থেকে যাত্রা?
এই যাত্রা জুন মাসের শেষে ২৫ জুন থেকে শুরু হয়ে অগাস্ট পর্যন্ত চলবে। প্রথম পর্যায়ে পাঁচটি দলে ৫০ জন করে যাত্রী যাবে। পরবর্তী পর্যায়ে আরও ১০টি দলকে অনুমতি দেওয়া হবে।
নাথু লা থেকে মানসরোবরের দূরত্ব প্রায় ১,৫০০ কিলোমিটার। এই পথে যাত্রীদের ৩৫ কিলোমিটার ট্রেক করতে হয় এবং কৈলাস পরিক্রমায় আরও ৫২ কিলোমিটার ট্রেকিং করতে হয়, যা সাধারণত তিন দিনে সম্পন্ন হয়। শারীরিকভাবে সক্ষম যাত্রীরা দু’দিনেও শেষ করতে পারেন। এই যাত্রার পুনরায় শুরু হওয়া সিকিমের পর্যটন ও অর্থনীতিতে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।