Advertisement

গুজরাত যাওয়ার দরকার নেই, রাজ্যেই এবার সিংহ সাফারি, পুজোর আগেই

রাজ্য জু অথরিটির তরফে জানা গিয়েছে, পুজোর মধ্যে সিংহ সাফারি শুরু করা হবে। সিংহের মনোরঞ্জনের জন্যও একাধিক ব্যবস্থা করা হয়েছে। সিংহ জুটিকে সম্ভবত অক্টোবরের শুরুতে বাইরে আনা হবে।

গুজরাত যাওয়ার দরকার নেই, রাজ্যেই এবার সিংহ সাফারি, পুজোর আগেই গুজরাত যাওয়ার দরকার নেই, রাজ্যেই এবার সিংহ সাফারি, পুজোর আগেই
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 29 Aug 2024,
  • अपडेटेड 1:24 PM IST

পুজোয় যাঁরা উত্তরবঙ্গে ঘুরতে আসবেন, তাদের জন্য বড় খবর অপেক্ষা রয়ে রয়েছে। পুজোর মধ্যেই উত্তরবঙ্গের ওয়াইল্ড অ্যানিমাল পার্কে শুরু হচ্ছে সিংহ সাফারি। এই ওয়াইল্ড অ্যানিম্যাল পার্কটি শিলিগুড়িতে গত কয়েক বছরে দারুণ সাড়া ফেলেছে। যার নাম রাখা হয়েছে বেঙ্গল সাফারি পার্ক।

সে কারণে প্রক্রিয়া শুরু হয়েছে সাফারি পার্কে। সিংহ জুটিকে কীভাবে ভালো রাখা যায়, তার জন্য  বিভিন্ন পরিকল্পনা করছেন রাজ্য জু অথরিটির সদস্যরা। সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত করার কাজ শুরু হয়েছে। অগাস্টের শুরুতেই জু-অথরিটির সদস্য সচিব সহ একটি দল এসে সাফারি পার্কের কাজ দেখে গিয়েছেন। সব কিছু আপাতত পরিকল্পনামাফিক চলছে।

টিকিট কত?
সিংহ সাফারির জন্য টিকিটের দাম কী হবে তা নিয়ে রাজ্য জু অথরিটির কাছে প্রস্তাব পাঠিয়েছে শিলিগুড়ির সাফারি পার্ক কর্তৃপক্ষ।

সিংহের জন্য জিম
তার আগে অবশ্য সিংহজুটির জন্য জিমের বন্দোবস্ত করা হয়েছে। 'ফিট' থাকতে এখন তাদের নজর জিমে। শুধু শরীরচর্চাই নয়, দিনভর মেতে থাকবে খেলাধুলোতেও। গোটা দেশে এই প্রথম সিংহের জন্য আস্ত জিম তৈরি হয়েছে বেঙ্গল সাফারি পার্কে। সাফারি পার্কে যে এনক্লোজারে সিংহ জুটিকে সাফারির জন্য ছাড়া হবে সেখানে এলাহি ব্যবস্থা করা হয়েছে। স্নানের জায়গা থেকে শুরু করে জল খাওয়ার জন্য জায়গায় জায়গায় পুকুর তৈরি হয়েছে। বিশ্রাম নেওয়ার জন্যে একাধিক এলাকায়
গাছের সঙ্গে শেড বানানো হয়েছে। এছাড়াও যে অভিনব ব্যবস্থা এখানে থাকছে, তা দেশের আর কোনও চিড়িয়াখানায় নেই। সিংহ জুটির শরীরচর্চার জন্যে তৈরি করা হয়েছে আস্ত জিম। খেলার জন্যে রাখা হয়েছে বল।

রাজ্য জু অথরিটির তরফে জানা গিয়েছে, পুজোর মধ্যে সিংহ সাফারি শুরু করা হবে। সিংহের মনোরঞ্জনের জন্যও একাধিক ব্যবস্থা করা হয়েছে। সিংহ জুটিকে সম্ভবত অক্টোবরের শুরুতে বাইরে আনা হবে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরার সেপাহিজলা চিড়িয়াখানা থেকে সিংহ জুটিকে নিয়ে আসা হয়েছিল এখানে। তাদের নাম নিয়ে সেইসময় তুমুল বিতর্ক হয়। সেই বিতর্ক গড়ায় আদালত পর্যন্ত। এরপর সিংহ জুটির নাম পরিবর্তন করে দেয় রাজ্য জু অথরিটি। আকবর এবং সীতা বদলে রাখা হয় যথাক্রমে সুরজ এবং তনয়া। এবার এই সিংহ জুটিকে জনসমক্ষে আনার প্রস্তুতি শুরু করেছে রাজ্য জু অথরিটি।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement