North Sikkim Tourism Resume From 1 December: এক বছর পর। আবার পর্যটক যাবে উত্তর সিকিমে। পর্যটকদের জন্য খুলে যাচ্ছে উত্তর সিকিমের মঙ্গন। সিকিমের পর্যটন দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনই তথ্য জানানো হয়েছে। ২০২৩ এর অক্টোবরে সিকিমে হ্রদ ভেঙে তিস্তায় বিপর্যয়ের পর থেকেই সিকিমের এই অংশ বন্ধ হয়ে গিয়েছিল। তারপর চলতি বছরে খোলার চেষ্টা করলেও ফের ব্রিজ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আবার বন্ধ হয়ে যায় যাতায়াত ব্যবস্থা।
১ ডিসেম্বর থেকে খুলছে মঙ্গন। তবে পর্যটকদের যাতায়াতের জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। ওই এলাকায় পর্যটনের যাবতীয় সুবিধা ফিরিয়ে আনতে কাজ শুরু করছে মঙ্গন জেলা প্রশাসন। আশা করা যাচ্ছে ২৫ ডিসেম্বরের আগেই পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে গোটা এলাকা।
অ্যাসোসিয়েশেন ফর কনজারভেশন অব ট্যুরিজমের তরফে রাজ বসু বলেছেন, ১ ডিসেম্বর থেকে উত্তর সিকিম খুলে যাওয়া শুভ সংকেত। এলাকার পর্যটন সার্কিট সম্পূর্ণ হবে। ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দেবাশিস মৈত্র জানিয়েছেন, সিকিম থেকে মোটর ভেহিক্যালস সংগঠনের তরফে ১ ডিসেম্বর থেকে উত্তর সিকিম খুলছে বলে জানানো হয়েছে। পর্যটক পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এমনিতে গোটা সিকিমই পর্যটনের জন্য দারুণ। তবে উত্তর সিকিমের আকর্ষণই আলাদা। একাধিক নয়নাভিরাম লেক রয়েছে। তাছাড়া লাচুং-লাচেনে সারা বছরই প্রায় বরফ থাকে। তাই এখানে যাওয়ার জন্য মুখিয়ে থাকেন পর্যটকরা। অনেকেই ভালবেসে একে সুইজারল্যান্ড বা নরওয়ের সঙ্গে তুলনা করেন, স্যাঁতসেঁতে এবং মেঘাচ্ছন্ন ওয়েদারের জন্য। বছরের একটা বড় সময় সিকিমে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আবহাওয়ার কারণে প্রবল বৃষ্টি হলেই ধস নামে এই এলাকায়।
অনেক সময়েই ধসের জেরে পর্যটকদের আটকে পড়ার খবর এসেছে। অনেক সময়েই ধসপ্রবণ এলাকা থেকে পর্যটকদের উদ্ধার করতে সেনার সাহায্য নিতে হয়েছে। ধসের জেরে প্রায়শই যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হয়। এই কারণে সিকিমের নানা জায়গা অনেক সময়েই পর্যটনের জন্য বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, নর্থ সিকিম হাইওয়ে বিপর্যস্ত ছিল, তা মেরামত করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে অনেকটাই ভাল। তাই ১ তারিখ থেকে খুলছে মঙ্গন জেলা। তবে, যা কাজ বাকি রয়েছে তা আগামীদিনেও চলবে। সিকিমের এই অংশ খুলে যাওয়ায় খুশির হাওয়া পর্যটকদের মধ্যেও।