Advertisement

North Bengal To Digha Buses: উত্তরবঙ্গ থেকে লাক্সারি বাসে সোজা দিঘা, কীভাবে বুকিং-কত ভাড়া? সব তথ্য

North Bengal To Digha Buses: NBSTC সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ছয়টি জেলা সদর — কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা — থেকে সোজা দিঘা পর্যন্ত চলবে এই বিলাসবহুল ভলভো বাস পরিষেবা। সপ্তাহে দুই দিন করে বাস চলবে প্রতিটি রুটে।

উত্তরবঙ্গের একাধিক শহর থেকে সরাসরি দিঘা! সমুদ্র ভ্রমণ-জগন্নাথ দর্শন আরও সহজউত্তরবঙ্গের একাধিক শহর থেকে সরাসরি দিঘা! সমুদ্র ভ্রমণ-জগন্নাথ দর্শন আরও সহজ
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 22 May 2025,
  • अपडेटेड 4:05 PM IST

North Bengal To Digha Jagannath Dham Buses: উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর! এবার একটিমাত্র ভলভো বাসে চেপে পৌঁছে যেতে পারবেন পূর্ব মেদিনীপুরের জনপ্রিয় সমুদ্রতট দিঘায়। সঙ্গে মিলবে জগন্নাথ মন্দির দর্শনের সুযোগও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন পরিষেবা উদ্বোধন করেছেন। এই পরিষেবা দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)।

শুরু হচ্ছে ভলভো পরিষেবা, কোথা থেকে কোথায়?
NBSTC সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের ছয়টি জেলা সদর — কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, রায়গঞ্জ এবং মালদা — থেকে সোজা দিঘা পর্যন্ত চলবে এই বিলাসবহুল ভলভো বাস পরিষেবা। সপ্তাহে দুই দিন করে বাস চলবে প্রতিটি রুটে।

টিকিট কীভাবে কাটা যাবে?

আরও পড়ুন

যাত্রীরা অনলাইন ও অফলাইন — দুই মাধ্যমেই টিকিট কাটতে পারবেন। প্রতিটি বাসে থাকবে ৪২টি আসন।

বাসের সময়সীমা ও রুট অনুযায়ী সূচি:
কোচবিহার → দিঘা: সোম ও মঙ্গলবার, দুপুর ২টা

দিঘা → কোচবিহার: শুক্রবার ও শনিবার, দুপুর ২টা

আলিপুরদুয়ার → দিঘা: মঙ্গল ও শনিবার

দিঘা → আলিপুরদুয়ার: বুধ ও রবিবার

জলপাইগুড়ি → দিঘা: বুধ ও শনিবার, বিকেল ৪টা

দিঘা → জলপাইগুড়ি: বৃহস্পতিবার ও রবিবার, দুপুর ২টা

শিলিগুড়ি → দিঘা: বৃহস্পতিবার ও রবিবার, বিকেল ৫:৩০টা

দিঘা → শিলিগুড়ি: শুক্রবার ও সোমবার, দুপুর ২টা

রায়গঞ্জ → দিঘা: শুক্রবার ও সোমবার, সন্ধ্যা ৭টা

দিঘা → রায়গঞ্জ: শনিবার ও মঙ্গলবার, দুপুর ২:৩০

মালদা → দিঘা: শনিবার ও মঙ্গলবার, রাত ৯টা

দিঘা → মালদা: রবিবার ও বুধবার, বিকেল ৩টা

বাস ভাড়া কত পড়বে?

কোচবিহার → দিঘা: প্রায় ₹২১৬০

আলিপুরদুয়ার → দিঘা: প্রায় ₹২১৪০

মালদা → দিঘা: প্রায় ₹১২০০

অন্যান্য রুটের ভাড়া এখনও চূড়ান্ত হয়নি তবে প্রায় কাছাকাছি হওয়ার সম্ভাবনা।

চালকদের প্রশিক্ষণ ও পরিষেবা চালুর সময়কাল
প্রথম পর্যায়ে নিগমের নিজস্ব চালক না থাকায়, প্রশিক্ষিত চালক সরবরাহ করবে একটি বেসরকারি এজেন্সি। NBSTC-র ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপ্লাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কিছু দিনের মধ্যেই বাসগুলি রাস্তায় নামবে। পরবর্তীতে নিগমের চালকরাই এই বাস চালাবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement