Advertisement

Siliguri Big Budget Puja's: শিলিগুড়ির বিগ বাজেটের পুজো দেখাবে NBSTC, খরচ-রুট সহ বিস্তারিত তথ্য

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, পুজোতে শিলিগুড়ি শহরে পুজো পরিক্রমা প্যাকেজ হচ্ছে। গত বছর একদিন করা হলেও এবার দর্শনার্থীদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী দু’দিন করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

শিলিগুড়ির বিগ বাজেটের পুজো দেখাবে NBSTC, খরচ-রুট সহ বিস্তারিত তথ্য
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 14 Sep 2024,
  • अपडेटेड 1:19 PM IST

পুজোয় অনেকেরই উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘোরার টিকিট কাটা রয়েছে। ফলে অনেকেই  সপ্তমী-অষ্টমী-নবমীর মধ্যে এসে পড়লে, ট্রানজিট পয়েন্ট শিলিগুড়িতে ১-২ রাত কাটিয়ে এখানকার পুজোর আনন্দ উপভোগ করে যান। যদি এমন হয়, তাহলে শিলিগুড়িতে বাসে চেপে বিভিন্ন বিগ বাজেটের পুজো দেখতে পারবেন। এমন সুযোগ এনে দিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। তাদের স্পেশাল প্যাকেজে দিনভর পুজো, সঙ্গে কবজি ডুবিয়ে খানাপিনার বন্দোবস্ত রয়েছে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, পুজোতে শিলিগুড়ি শহরে পুজো পরিক্রমা প্যাকেজ হচ্ছে। গত বছর একদিন করা হলেও এবার দর্শনার্থীদের অনুরোধে এবং চাহিদা অনুযায়ী দু’দিন করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

কবে কবে মিলবে প্যাকেজের সুবিধা?
দুর্গাপুজোয় শিলিগুড়িতে বিশেষ পুজো পরিক্রমা প্যাকেজ বাস চালানোর উদ্যোগ নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। চতুর্থী ও পঞ্চমীতে দর্শনার্থীদের শহরের বিগ বাজেটের পুজো মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে।

খরচ কত?
মাথাপিছু মাত্র ৩৫০ টাকায় এই বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে গাড়িভাড়া ও দুবার খাবারের খরচ ধরা হয়েছে। মিলবে চা-কফিও। 

কী বন্দোবস্ত?
৩০ সিটের বাসে এই পরিক্রমা করানো হবে। বাসচালক ছাড়া অতিরিক্ত একজন কর্মী থাকবেন। তিনিই মূলত সমস্ত পরিচালনা করবেন। কয়েকদিনের মধ্যেই এই পরিক্রমার টিকিট বুকিং শুরু হবে। তবে অনলাইনে এই সুবিধা মিলবে না। অফলাইনে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে সকলকে টিকিট বুকিং করতে হবে।

কোন কোন পুজো রাখা হয়েছে তালিকায়?
প্রথমে শিলিগুড়ির চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দিরের পুজো দিয়ে পরিক্রমা শুরু হবে। এরপর সেন্ট্রাল কলোনি, দাদাভাই স্পোর্টিং হয়ে সুব্রত সংঘ, ভুটিয়া মার্কেট এলাকার দুর্গাপুজো হয়ে সুভাষপল্লি, রবীন্দ্রনগর, রথখোলার পুজো দেখার পর পানিট্যাঙ্কি মোড়ের রামকৃষ্ণ ব্যায়ামাগার পুজো দিয়ে পরিক্রমা শেষ হবে। পরিক্রমা শেষে তেনজিং নোরগে বাস টার্মিনাসে নিয়ে আসার ব্যবস্থা রয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুর্গাপুজোর কয়েকদিনে শহরের ট্রাফিক ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার শহরের পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করল শিলিগুড়ি পুলিশ। ডিসিপি (ট্রাফিক) বিশ্বচাঁদ ঠাকুর বলেন, ‘শহরের মধ্যেকার ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পরিস্থিতির ওপর বিচার করে দুই চাকা বাইক, স্কুটার ও চার চাকা গাড়িতে ছাড় দেওয়া হবে।’

কবে থেকে পুজো স্পেশাল ট্রাফিক নিয়ন্ত্রণ?
পুলিশ জানিয়েছে, আগামী ৮ সেপ্টেম্বর থেকে ১৪ তারিখ পর্যন্ত পর্যন্ত মূলত শহরে ট্রাফিক নিয়্ন্ত্রণ করা হবে। অর্থাৎ তৃতীয়া থেকে শুরু হবে নিয়ন্ত্রণ। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement