Advertisement

Darjeeling Snowfall News Today: বছরের প্রথম তুষারপাত সান্দাকফুতে, উচ্ছ্বসিত পর্যটকরা

Darjeeling Snowfall News Today: সান্দাকফুর চূড়া ও আশপাশের এলাকা ধীরে ধীরে বরফে ঢেকে যেতে শুরু করতেই পর্যটকেরা ক্যামেরা হাতে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। বছরের প্রথম তুষারপাতের সাক্ষী হতে পেরে খুশির হাওয়া পাহাড়জুড়ে।

Snowfall at SandakphuSnowfall at Sandakphu
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 1:30 AM IST

Darjeeling Snowfall News Today: অবশেষে প্রতীক্ষার অবসান। নতুন বছরের শুরুতেই সাদা চাদরে ঢেকে গেল দার্জিলিং পাহাড়ের সান্দাকফু। শনিবার বিকেল থেকে সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত। হঠাৎ বরফ নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন সেখানে থাকা পর্যটকেরা। একই সঙ্গে ফালুটেও স্নোফল চলছে বলে খবর মিলেছে।

সান্দাকফুর চূড়া ও আশপাশের এলাকা ধীরে ধীরে বরফে ঢেকে যেতে শুরু করতেই পর্যটকেরা ক্যামেরা হাতে মুহূর্ত বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন। বছরের প্রথম তুষারপাতের সাক্ষী হতে পেরে খুশির হাওয়া পাহাড়জুড়ে।

এর আগেই উত্তর সিকিমের লাচুং, লাচেন, জিরো পয়েন্ট ও কাটাওয়ে ব্যাপক তুষারপাত হয়েছিল। বরফে ঢাকা পড়ে গোটা অঞ্চল। পাশাপাশি পূর্ব সিকিমের ছাঙ্গু লেক ও নাথুলা পাসেও তুষারপাত উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন বহু পর্যটক। সেই ধারাবাহিকতায় এ বার পশ্চিমবঙ্গের পাহাড়েও তুষারপাত শুরু হওয়ায় পর্যটন মহলে বাড়তি আশার সঞ্চার হয়েছে।

পর্যটকের ঢল নামবে বলে আশাবাদী
অ্যাসোসিয়েশন অব কনজারভেশন অ্যান্ড ট্যুরিজ়মের কর্ণধার রাজ বসু বলেন,“সান্দাকফু ও ফালুটে তুষারপাত শুরু হওয়ায় আগামী দিনে পাহাড়ে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলেই আমরা আশাবাদী।”

কী বলছে আবহাওয়া দফতর?
আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দিয়েছিল, উইকএন্ডে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার বিকেলে হাওয়া অফিস জানায়, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বহরমপুরে ৯.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াসে।

আগামী দিনের পূর্বাভাস
আবহাওয়া দপ্তরের মতে, আগামী দু’দিন দার্জিলিংয়ের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দু’-একটি জায়গায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে ঘন কুয়াশার প্রভাব থাকবে এবং আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement