
Siliguri Travel Destination: সিকিম হোক কিংবা দার্জিলিং, অথবা উত্তর-পূর্ব ভারতের যে কোনও শহরে বা পর্যটন কেন্দ্রে যদি সড়কপথে যেতে চান, তাহলে শিলিগুড়িতে পা রাখতেই হবে। অনেক সময় ট্রেন-বাস মিস বা এক আধদিন ল্যান্ডিং করার জন্যও অনেকেই শিলিগুড়িকে ব্যবহার করেন। তখন কি শুধু হোটেলে বসে থাকবেন? তা কি হয়?
শহর থেকে মাত্র ৩০ থেকে ৬০ মিনিটের মধ্যে এমন একাধিক জায়গা রয়েছে, যেখানে সকালে বেরিয়ে সন্ধের মধ্যেই ঘুরে ফেরা যায়। পিকনিক, আড্ডা, প্রকৃতি দেখা কিংবা হালকা অ্যাডভেঞ্চার সবই মিলবে একদিনে। রইল শিলিগুড়ি থেকে এক ঘণ্টার মধ্যে ঘুরে আসার সেরা ১০টি জায়গার সম্পূর্ণ গাইড।
১) করোনেশন ব্রিজ (বাঘপুল)
তিস্তার বুকে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক ব্রিজ শিলিগুড়ির সবচেয়ে জনপ্রিয় ডে-আউট স্পটগুলির একটি। ব্রিটিশ আমলের স্থাপত্য, পাহাড়ি বাতাস আর নদীর দৃশ্য, সব মিলিয়ে ছবি তোলার আদর্শ জায়গা।
যাবেন যেভাবে:
সেবক যাওয়ার বাস-ট্যাক্সি পাওয়া যায়। রোড ধরে অটো বা বাসে একজনোর যাতায়াতে ১০০ টাকা যথেষ্ট।
কী করবেন: নদীর ধারে হাঁটা, সেলফি, সেবকেশ্বরী কালী মন্দির দর্শন
২) বেঙ্গল সাফারি পার্ক
প্রকৃতি ও বন্যপ্রাণ ভালোবাসলে এই জায়গা একেবারে আদর্শ। বাঘ, হরিণ, ভালুক থেকে শুরু করে নানা পাখির দেখা মিলবে সাফারিতে।
যাবেন যেভাবে:
টো/অটো বা নিজস্ব গাড়ি
খরচ: প্রবেশ ও সাফারি আলাদা
কি করবেন: জঙ্গল সাফারি, ফটোগ্রাফি, পরিবার নিয়ে সময় কাটানো
৩) ড্রিমল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক
শিশু থেকে বড়, সব বয়সের জন্য বিনোদনের ঠিকানা। রাইড, বোটিং আর খেলার নানা অপশন রয়েছে।
লোকেশন: ফুলবাড়ি
যাবেন যেভাবে: টোটো বা গাড়ি
কি করবেন: রাইড, ফ্যামিলি আউটিং
৪) গজলডোবা ‘ভোরের আলো’
তিস্তা ব্যারাজ সংলগ্ন এই এলাকা এখন ডে-আউটের নতুন হটস্পট। খোলা আকাশ, নদীর হাওয়া আর সবুজ পরিবেশ মন ভরিয়ে দেবে।
যাবেন যেভাবে: বাস বা গাড়ি
কি করবেন: বোটিং, পিকনিক, ছবি তোলা
৫) বামনপোখরি বাটারফ্লাই পার্ক
প্রজাপতির রঙিন জগৎ দেখতে চাইলে একবার ঘুরে আসতেই হবে। শিশুদের জন্য বিশেষ আকর্ষণ।
যাবেন যেভাবে: গাড়ি বা ভাড়া করা যান
কি করবেন: নেচার ওয়াক, প্রজাপতি দেখা
৬) সুকনা টয় ট্রেন স্টেশন
দার্জিলিং হিমালয়ান রেলের ঐতিহাসিক স্টেশন। শান্ত পরিবেশে সময় কাটানোর জন্য আদর্শ।
যাবেন যেভাবে: অটো বা টোটো
কি করবেন: ছবি তোলা, চা খেয়ে আড্ডা
৭) হংকং মার্কেট
শপিং আর স্ট্রিট ফুড একসঙ্গে চাইলে শহরের এই মার্কেট আদর্শ।
কি পাবেন: বিদেশি পণ্য, উপহার সামগ্রী
কি করবেন: কেনাকাটা, ফুচকা-মোমো ট্রাই
৮) সেবক কালী মন্দির এলাকা
ধর্মীয় আবহের সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের মিলনস্থল।
কি করবেন: পুজো, নদীর ধারে সময় কাটানো
৯) সালুগাড়া মনাস্ট্রি ও তেনজিং নোরগে মূর্তি
শান্ত পরিবেশে মানসিক প্রশান্তি খুঁজলে এই জায়গা একদম ঠিক।
কি করবেন: ধ্যান, ছবি তোলা
১০) রোহিনী লেক
পাহাড়ি পথে ড্রাইভ করতে করতে পৌঁছনো এই লেক ডে-আউটের জন্য দারুণ।
যাবেন যেভাবে: বাস বা গাড়ি
কি করবেন: পিকনিক, প্রকৃতি উপভোগ