Advertisement

Hotel vs Homestay: হোটেল না হোমস্টে, ঘুরতে গিয়ে কোথায় থাকলে খরচ কম?

বেড়াতে গেলে আমরা সবাই হোটেল বা হোমস্টেতেই থাকি। আবার রোড ট্রিপে গেলে, জাতীয় সড়ক বা রাজ্য সড়কের পাশে থাকে মোটেল। সেখানেই রাত্রিবাস সেরে আমরা রওনা দিই গন্তব্যে। তবে এই তিন ধরণের থাকার জায়গার মধ্যে পার্থক্য ঠিক কী? কোথায় গিয়ে থাকলে খরচ বাঁচে?

হোটেল ও হোমস্টের পার্থক্য কীহোটেল ও হোমস্টের পার্থক্য কী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 3:40 PM IST

বেড়াতে গেলে আমরা সবাই হোটেল বা হোমস্টেতেই থাকি। আবার রোড ট্রিপে গেলে, জাতীয় সড়ক বা রাজ্য সড়কের পাশে থাকে মোটেল। সেখানেই রাত্রিবাস সেরে আমরা রওনা দিই গন্তব্যে। তবে এই তিন ধরণের থাকার জায়গার মধ্যে পার্থক্য ঠিক কী? 

হোটেলে থাকলে কী পরিষেবা পাওয়া যায়?
থাকা, খাওয়া শুধু নয়, অতিথিদের আরাম, বিলাসিতার প্রয়োজনীয় পরিবেশ এমনকি স্পা বা জিম সবটাই মেলে হোটেলে। হোটেলের মান, পরিষেবার উপর ভিত্তি করে বিভিন্ন তালিকায় সেগুলিকে ফেলা যায়। আধুনিক মানের হোটেলে বিশ্বের বিভিন্ন দেশের খাবার, সুইমিং পুলে স্নানের সুযোগ এমন হরেক পরিষেবাই মেলে। 

খরচ কেমন?

বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের হোটেল পাওয়া যায়। তার দামও বিভিন্ন হয়। তবে একা বা ছোট দলে ঘুরতে গেলে, হোটেলে থাকা কিছুটা খরচ স্বাপেক্ষ। কারণ হোটেলে থাকার খরচের পাশাপাশি, খাওয়ার খরচও দিতে হয়। তবে বড় দলে গেলে হোটেলে খরচ অপেক্ষাকৃত বেশি। 

হোম স্টেতে থাকলে কী কী পাওয়া যায়?
মূলত কোনও একটি জায়গায় ঘরোয়া পরিবেশে, স্থানীয় কোনও পরিবারের আতিথেয়তায় তাঁদের সঙ্গে থাকার সুযোগ মেলে হোমস্টে-তে। গ্রামীণ পর্যটন এবং আর্থ-সামাজিক বিকাশের উদ্দেশ্যেই ভারতীয় পর্যটন মন্ত্রক হোমস্টে-র উপরে জোর দিচ্ছে। তাদের পোর্টালে বলা হয়েছে, শুধুমাত্র স্থানীয় মানুষদের সঙ্গে সময় কাটানো নয়, পর্যটকেরা যাতে সেই অঞ্চলের সংস্কৃতি বা জনজীবনকে আরও ভাল ভাবে চিনতে, জানতে পারেন, সেই সুযোগ থাকে এখানে।

হোমস্টেতে খরচ কেমন?

‘হোমস্টে’ শব্দেই রয়েছে ঘরোয়া পরিবেশের ইঙ্গিত। কোনও একটি এলাকায় স্থানীয় লোকজন তাঁদের বাড়ির কয়েকটি ঘর অতিথিদের থাকার জন্য ছেড়ে দেন। আপ্যায়নের ব্যবস্থাও তাঁরাই করেন। পাশাপাশি এখানে থাকার সঙ্গে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকে। জনপ্রতি হিসেবে খরচ ধরা হয়। তাই বড় দলে গেলে, খরচ বেশি হলেও, একা বা ছোট দলে গেলে খরচ হোটেলের তুলনায় অনেকটাই কম হয়। যদিও, এক্ষেত্রে অনেক পরিষেবা পাওয়া যায় না।  

Advertisement

মোটেলে কী কী সুবিধা পাবেন?
মোটেল হল মোটর বা গাড়ি রেখে থাকার জায়গা। এটিও হোটেলের মতো, তবে তুলনামূলক ভাবে সস্তা। ভারতীয় পর্যটন মন্ত্রকের দেওয়া মোটেল সংক্রান্ত সংজ্ঞা থেকে জানা যায়, মূলত গাড়ি নিয়ে যাঁরা যাতায়াত করছেন তাঁদের রাত্রিবাস এবং বিশ্রামের জন্যই এই জায়গা তৈরি করা হয়েছে। বাধ্যতামূলক ভাবে মোটেল হতে হবে জাতীয় এবং রাজ্য সড়ক বা অথবা কোনও বড় রাজপথের ধারে। হোটেল এবং মোটেলের বড় তফাত হল, হোটেল শহরের ভিতরে, শহর থেকে দূরেও থাকতে পারে। তবে মোটেল কোনও বড় সড়কের ধারেই থাকবে।

মোটেলে সাধারণত একটি রাত বা কয়েকটি ঘণ্টা বিশ্রামের জন্য অতিথিরা থাকেন। লম্বা পথযাত্রায় ক্লান্ত অতিথিরা রাস্তার পাশেই থাকার জন্য মোটেল বেছে নিতে পারেন। যাতে পরের দিন ঘুম থেকে উঠেই বা কিছু ক্ষণ বিশ্রাম নিয়েই রওনা দেওয়া যায়। পরিষেবাও এখানে সীমাবদ্ধ।  
 

Read more!
Advertisement
Advertisement