বেলপাতার এমন সব স্বাস্থ্য উপকারিতা আছে যা অনেকেই জানেন না। জানলে আজ থেকেই খাওয়া শুরু করবেন। বেলের যেমন স্বাস্থ্য গুণ প্রচুর, এর পাতারও তাই। বিজ্ঞানীদের মতে, বেলাপাতায় রয়েছে প্যান্টিনস এবং মারমেলোসিন নামক উপাদান, যা শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক রাখে।
এছাড়া আরও অনেক গুণ আছে এই পাতায় যা শরীরকে সুস্থ রাখে।