ডায়াবেটিস, অর্থাৎ মধুমেহ। বর্তমানে পৃথিবীতে প্রায় প্রত্যেক বাড়িতেই এই সুগারের রোগীর সন্ধান মেলে। আর একবার এই ডায়াবেটিস হলে কিন্তু সারাজীবন এই ডায়াবেটিসে নিয়ন্ত্রণে রাখতে ওষুধ খেয়ে যেতে হয়। খাবারের ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ বজায় থাকে। আর এই ওষুধ যদি নিয়মিত না খাওয়া হয় তাহলে শরীরে নানরকম সমস্যা দেখা দেয়। বিশেষ করে টাইপ ২ ডায়াবেটিসের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে নিউরোপ্যাথি এবং হৃদরোগের মতো জটিলতার সৃষ্টি হয়। এই জটিল রোগের সমাধানে এবার যুগান্তকারী ভ্যাকসিনের উদ্ভাবন করলেন বাঙালি গবেষক। জানা গিয়েছে, বাঙালি গবেষণের নাম ড. গওসাল আজম খান।