আগে একটা বয়সের পর শুরু হত কোলেস্টেরলের সমস্যা। তবে এখন কমবয়সেও মাথা চাড়া দিচ্ছে কোলেস্টেরল। এর জন্য দায়ী জীবনযাপনের বদল। ব্যস্ততার কারণে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। বেড়েছে বাইরে খাওয়ার প্রবণতা। শরীরচর্চার সময় নেই। বাড়ছে খারাপ কোলেস্টেরল। এতে স্ট্রোক ও হৃদ্রোগের সম্ভাবনা বাড়ে। রক্ত পরীক্ষা না করে বাইরে থেকেও বোঝা যায়, রক্তে বাড়ছে কোলেস্টেরল। কোলেস্টেরল আগাম জানিয়ে দেয় হাত। হাতে কয়েকটি উপসর্গ দেখেই বুঝতে পারবেন কোলেস্টেরল বাড়ছে।