লিভারের সঙ্গে যুক্ত একটি সাধারণ অসুখ জন্ডিস। জন্ডিস হলে রক্তে অতিরিক্ত পরিমাণে বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন একটি যৌগ। যা লোহিত রক্তকণিকা (RBCs) থেকে হিমোগ্লোবিনের ভাঙনের ফলে গঠিত হয়। সাধারণত শরীরে এর মাত্রা থাকে ১ বা ১.২ মিলিগ্রাম প্রতি ডেসিলিটার-এর নীচে। রক্তের মাধ্যমে বিলিরুবিন প্রথমে পৌঁছয় লিভারে। এই রোগকে জন্ডিস বলা হয় কারণ রক্তে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হলে ত্বক এবং চোখের সাদা অংশ হলুদ হতে শুরু করে। লিভারে সমস্যা থাকলে বাড়ে বিলিরুবিন।