হলুদ ত্বক, পেট ভাল রাখে আমরা সবাই জানি। হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট। সেটা ব্যথা কমানোর কাজও করে. এটি অ্যান্টিবায়োটিকও। হলদু খেলে শরীরে তৈরি হয় রোগপ্রতিরোধ ক্ষমতা। বিশেষ করে শীতকালে হলুদ বেশি উপকারি। কিন্তু হলুদে যে যৌবন ধরে রাখা যায় তা কি জানতেন?