শীত পড়লেই ত্বক শুষ্ক হয়ে যায়। ফলে শরীরের চামড়ার সঙ্গে মাথার চামড়াও উঠতে থাকে। ফলে খুশকির সমস্যা বেড়ে যায়। বিশেষ করে যাঁদের খুশকির প্রবণতা আছে, তাঁদের শীত পড়তে না পড়তেই মাথায় খুশকির সমস্যা জাঁকিয়ে বসে। সমস্যার মুখে বাজারচলতি প্রোডাক্ট না কিনে ঘরোয়া উপায়ে খুশকি তাড়াতে পারেন। এভাবে খুশকি চিরতরেও বিদায় নিতে পারে। জেনে নিন কীভাবে করবেন প্রতিকার।