পুজো মানেই খাওয়া-দাওয়া, পুজো মানেই মিষ্টি। এটাই যেন বাঙালির দূর্গাপুজোর মন্ত্র। আর কলকাতা মানেই মিষ্টির বাহার। পুজোর সময় থেকেই বিভিন্ন রকমের মিষ্টির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। পাশাপাশি এই সময়ই মিষ্টির দোকানদাররা নিয়ে আসেন তাদের নতুন নতুন আবিষ্কার। কলকাতার পুজো প্যান্ডেলগুলির মতো মিষ্টির দোকানগুলোতেও চলে অভিনব মিষ্টির লড়াই! আর ইতিমধ্যেই নতুন নতুন মিষ্টি নিয়ে সেই লড়াইয়ে নামতে প্রস্তুত কলকাতার মিষ্টি বিক্রেতারা। মিষ্টি প্রিয় বাঙালিকে চমক দিতে এবার একাধিক নতুন নতুন মিষ্টি এসেছে বাজারে। তারই মধ্যে থাকছে পান ফাদ সন্দেশও। দেখে নিন কেমন এই মিষ্টি।