'বড় আশা করে এসেছি গো...' জঙ্গলে ঢোকার আগে মনে গুনগুন করে এই রবীন্দ্র সঙ্গীত আউড়ে চলেছি। সত্যিই তো, ডুয়ার্সের বন্য পরিবেশে গিয়ে যদি জন্তু না দেখতে পারি তার চেয়ে হতাশার আর কী হতে পারে! উত্তরবঙ্গের তিনটে জঙ্গল সাফারি করার পর এটা নিঃসন্দেহে বলতে পারি, জলদাপাড়া অভয়ারণ্যের মাদারিহাট রেঞ্জের যে ব্যবস্থাপনা দেখেছি, তার কোনও তুলনা হয় না। যদি কেউ এ রাজ্যে পশুপাখি দেখতে চান, তাঁরা নিঃসন্দেহে জলদাপাড়ার টিকিট কেটে ফেলুন। ঘুরে দেখলেন নিজস্ব প্রতিনিধি রজত কর্মকার।