পৌষ মাসের মাঝামাঝি সময় থেকে বাজারে কুল পাওয়া যায়। কুলের সঙ্গে সরস্বতী পুজোর একটা নিবিড় সম্পর্ক রয়েছে, তা সকলেরই জানা। ছোট্ট এই ফল এই পুজোয় বিশেষভাবে দেবীকে উৎসর্গ করা হয়। টক- মিষ্টি স্বাদের ছোট্ট এই ফল কুল প্রায় সবারই খুব প্রিয়। শুধু স্বাদের জন্য না, কুল খেতে পারেন এর বহুবিধ উপকারিতার জন্য। জানুন কুল কেন উপকারী।