পুজোর সময় লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা। তবে সবাই তো পাবেন না। অনেকের আবার বাজেটও অল্প। তাই পুজোর মাঝেই ১ বা ২ দিনের জন্য ঘুরে আসতে পারেন ২ জায়গায়। সেখানে যাওয়ার খরচও কম। মাত্র ৪০০ থেকে ৫০০ টাকা। আপনি বাইকে যেতে পারেন আবার বাসে বা ট্রেনেও।