রাত পোহালেই ভ্যালেন্টাইন ডে। ভালোবাসার দিন। কিন্তু বাঙালির কাছে কোনটা ভালোবাসার দিন। ভ্যালেন্টাইন ডে না সরস্বতী পুজো। সাধারণ মানুষ কী বলছেন। কেউ বললেন প্রেমের কোনও দিন নেই। আবার কারও মতে সরস্বতী পুজোই বাঙালির প্রেমের দিন। চলুন শুনে নিই জনতার মনের কথা।