রক্তের যোগানের জন্য মাঝেমধ্যেই বিভিন্ন সংস্থা বা ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করে। বিশেষত গরমকালে এই ধরনের শিবির বেশি দেখা যায়, কারণ গ্রীষ্মে রক্তের চাহিদা কিছুটা বেশিই থাকে। তবে যে কেউ চাইলেই রক্ত দিতে পারেন না। তার জন্য দাতার শারীরিক অবস্থা পরীক্ষা করে দেখেন চিকিৎসকেরা। আবার রক্তদানের আগে মানতে হয় বেশকিছু নিয়মাবলীও। আজ বিশ্ব রক্তদাতা দিবসে চলুন জেনে নেওয়া যাক সেই নিয়মাবলী।