Advertisement

Durand Cup 2025: ফাইনালে মুখোমুখি ডায়মন্ড হারবার-নর্থ ইস্ট, নজর থাকবে যাদের দিকে

ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই চমক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তবে তাদের সামনে এবার গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবারের ডুরান্ড কাপে নজর কেড়েছেন বেশ কতেকজন ফুটবলার। ফাইনাল ম্যাচে কারা নজর কাড়তে পারতে পারেন?

ডায়মন্ড হারবার এফসিডায়মন্ড হারবার এফসি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 4:13 PM IST

ডুরান্ড কাপের ফাইনালে খেলতে নামছে ডায়মন্ড হারবার এফসি। প্রথমবার ডুরান্ড কাপ খেলতে নেমেই চমক দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। তবে তাদের সামনে এবার গতবারের চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এবারের ডুরান্ড কাপে নজর কেড়েছেন বেশ কতেকজন ফুটবলার। ফাইনাল ম্যাচে কারা নজর কাড়তে পারতে পারেন? 

লুকা মাজসেন
ডায়মন্ডহারবার এফসি-র আক্রমণের মূল অস্ত্র লুকা মায়সেন। গোল করার পাশাপাশি করাতেও পারেন। চলতি ডুরান্ড কাপে চার গোল করে সোনালি বুট জয়ের দৌড়েও রয়েছেন স্লোভেনিয়ার এই ফরোয়ার্ড।

জবি জাস্টিন
সেমিফাইনালে জবি জাস্টিনের গোলই ইস্টবেঙ্গলের সঙ্গে তফাত গড়ে দেয় ডায়মন্ডহারবার এফসি-র। ডুরান্ড কাপে জোড়া এগোল করা মালয়ানি ফরোয়ার্ড ফাইনালেও চাপে ফেলতে পারেন প্রতিপক্ষকে।

সাইরুয়াতকিমা
ডায়মন্ডহারবার এফসি-র রক্ষনা সামলানোর গুরুদায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে গোলও করছেন সাইরুয়াতকিমা (দুই ম্যাচ সেরার পুরস্কার পাওয়া ডিফেন্ডার রয়েছেন সোনালি বল জয়েনা দৌঁড়ে।

মিশাদ মিচু
টানা দ্বিতীয়বার ডুরান্ড কাপ জয়ের সুযোগ রয়েছে গোলকিপার মিশাদ মিচুর সামনে। নিজের এক প্রাক্তন দলকে সেমিফাইনালে হারিয়েছেন। আরেক প্রাক্তন দলের মাধাব্যথা হয়ে উঠতে পারেন ফাইনালেও।

মিকেল কোতাজায়
ডায়মন্ডহারকর এফসি-র রক্ষণে নির্ভরতা দিচ্ছেন মিকেল কোর্তাজার। সেমিফাইনালে দূরন্ত ব্যাক ভলিতে গোলও করেছেন। ফাইনালে। প্রতিপক্ষকে চাপে রাখবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

রবিলাল মান্ডি
বাংলাকে সন্তোষ ট্রফি জেতানোর অন্যতম কারিগর রবিলাল মান্ডি ফর্ম ধরে রেখেছেন ডায়মন্ডহারবার এফসি-র জার্সিতেও। ফাইনালে কোচ কিন্তু ভিকুনার তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই বঙ্গ ডিফেন্ডার।

আলাদিন আজারেই
নর্থ ইস্টের মূল অস্ত্র হতে পারেন আলাদিন। এখনও পর্যন্ত ৭ গোল করে ডুরান্ডের সর্বোচ্চ গোলদাতা। গত মরসুমের আইএসএলে ২৩ গোল করে ছিলেন সর্বোচ্চ গোলদাতা। যা এক মরসুমে সর্বোচ্চ গোল করার আইএসএলের ইতিহাসে রেকর্ড।

প্র্যাকটিসের আগে কিবু সাংবাদিক সম্মেলনে আলেদিন নিয়ে বলছিলেন, 'দুর্দান্ত গোলস্কোরার। ফলে আমাদের নজর ওর উপরে থাকবেই। আলেদিনকে কীভাবে আটকাতে হবে, তা নিয়ে আমাদের পরিকল্পনাও হয়েছে। তবে নর্থ-ইস্টে একমাত্র আলেদিনই ভালো ফুটবলার নন। ওদের ডিফেন্ডার মাইকেল জাবাকো দারুণ ফর্মে রয়েছে। স্বাভাবিক ভাবেই আমাদের গোল পেতে গেলে জাবাকোকে পরাস্ত করতে হবে। সঙ্গে নর্থ-ইস্টের ভারতীয় ফুটবলার রিক্রুটও দারুণ হয়েছে। ওদের গোলকিপার গুরমিত সিংও আপাতত দেশের অন্যতম সেরা গোলকিপার।'

Advertisement

সব মিলিয়ে জমজমাট ফুটবলের আশায় বাংলার ফুটবলপ্রেমী দর্শক। বাংলার তিন বড় দলের কেউই ফাইনালে উঠতে না পারলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবকে ঘিরে স্বপ্ন দেখছেন তাঁরা। যুবভারতী ভরিয়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সে ডাকে সাড়াও যে মিলছে তা বোঝা যাচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে বাসে করে মানুষ আসছেন ম্যাচ দেখতে। 

Read more!
Advertisement
Advertisement