Advertisement

West Bengal Weather Update: চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রা, দোলের দিন কেমন থাকবে আবহাওয়া?

বসন্তের আবহে দোল উৎসবের আগেই দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। কলকাতাসহ একাধিক জেলায় দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, যদিও রাতের দিকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

Summer Weather Summer Weather
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 12:39 PM IST
  • বসন্তের আবহে দোল উৎসবের আগেই দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা।
  • কলকাতাসহ একাধিক জেলায় দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, যদিও রাতের দিকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকছে।

বসন্তের আবহে দোল উৎসবের আগেই দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। কলকাতাসহ একাধিক জেলায় দিনের বেলায় গরম অনুভূত হচ্ছে, যদিও রাতের দিকে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক থাকছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

কলকাতার আবহাওয়া আপডেট
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকবে।

সর্বোচ্চ তাপমাত্রা: ৩১°C
সর্বনিম্ন তাপমাত্রা: ২৩.২°C
আর্দ্রতা: ৪২% থেকে ৯৩% পর্যন্ত
আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, দিনের তাপমাত্রা ধীরে ধীরে স্বাভাবিকের ওপরে উঠতে পারে। তবে আপাতত তা স্বাভাবিকের নিচেই রয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পংয়ে কয়েকদিন ধরে বৃষ্টির ধারা অব্যাহত থাকবে। পার্বত্য জেলাগুলির তাপমাত্রায় বড় পরিবর্তন না হলেও আবহাওয়া মূলত বৃষ্টিমুখর থাকবে।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি
দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
বৃষ্টির সম্ভাবনা নেই, তবে গরম বাড়বে।
কলকাতায় আগামী কয়েকদিনে পারদ ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
জেলাগুলিতে তাপমাত্রা ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা রয়েছে।

সন্ধ্যা ও রাতের আবহাওয়া
দিনের বেলা গরম বাড়লেও সকাল ও সন্ধ্যায় কিছুটা স্বস্তি মিলবে। তবে রাতের দিকে খানিকটা অস্বস্তি অনুভূত হতে পারে।

অন্যান্য রাজ্যের পূর্বাভাস
সিকিমের পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং তামিলনাড়ুতে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


 

Read more!
Advertisement
Advertisement