Advertisement

Abhisekh Banerjee: কোচবিহার টু কাকদ্বীপ, অভিষেকের 'নবজোয়ার' সমাপ্তিতে যেতে পারেন মমতাও

কাল, ১৬ জুন শেষ হচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসুচী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে শেষদিনের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক (Abhishek Banerjee)। সেই নবজোয়ারের শেষ সভা হবে আগামীকাল কাকদ্বীপে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবজোয়ারের অনুষ্ঠানে যোগ দিতে একদিন আগে অর্থাৎ আগামিকাল ডায়মন্ড হারবারে পৌঁছে যাচ্ছেন বলেই সূত্রের খবর।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jun 2023,
  • अपडेटेड 11:13 AM IST
  • কাল, ১৬ জুন শেষ হচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসুচী।
  • অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে শেষদিনের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক (Abhishek Banerjee)।

কাল, ১৬ জুন শেষ হচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসুচী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারে শেষদিনের অনুষ্ঠানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তা আগেই ঘোষণা করেছিলেন অভিষেক (Abhishek Banerjee)। সেই নবজোয়ারের শেষ সভা হবে আগামীকাল কাকদ্বীপে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবজোয়ারের অনুষ্ঠানে যোগ দিতে একদিন আগে অর্থাৎ আগামিকাল ডায়মন্ড হারবারে পৌঁছে যাচ্ছেন বলেই সূত্রের খবর।

সূত্রে জানা গেছে, আজ, বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী পৌঁছে যাবেন ডায়মন্ড হারবারে, সেখানেই তিনি রাতে থাকবেন। পরের দিন কাকদ্বীপে নবজোয়ারে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। তারপর সেদিনই তিনি কলকাতা ফিরে আসবেন।

গত ২৫ এপ্রিল কোচবিহার জেলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি শুরু হয়েছিল। রাজ্যের জেলায় জেলায় তিনি যেমন যাত্রা করে সভা করেছেন, তেমনি পঞ্চায়েত প্রার্থীও ঠিক করেছেন। তবে এরই মাঝে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়ে যাওয়ায় এই কর্মসূচিতে ভোটাভুটির যে অংশটা ছিল তা বন্ধ করে দেন অভিষেক। তবে নবজোয়ারের অনুষ্ঠান বা রোড শো, সভা চালিয়ে যাচ্ছিলেন। ২ মাস ধরে জেলায় জেলায় ঘুরছেন তিনি। অনেকের মতে, অনেক পরিণত মনে হয়েছে অভিষেককে। 

অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচিতে রক্ত দান করেন বুধবার। বারুইপুরের কর্মসূচি শেষে জয়নগরে পৌঁছন অভিষেক। সেখানে পায়ে হেঁটে মিছিলে ঢোকার সময় সাধারণ মানুষের দিকে হাত নাড়েন। রক্তদান শিবিরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস ও মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার। পরিদর্শন করতে করতেই অভিষেক জানতে চান, রক্ত দান করতে চাইলে কোথায় আবেদন করতে হবে। উপস্থিত নেতা-কর্মীরা তাঁকে জানান, আগে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তবে রক্তদান করা সম্ভব। এর পরেই রক্তদানের জন্য স্বাস্থ্য পরীক্ষা করিয়ে আবেদনপত্র পূরণ করে রক্ত দিতে যান অভিষেক।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement