Advertisement

Panchayat Election 2023: ব্যালট-খাওয়া নিয়ে চর্চা তুঙ্গে, এবার মিষ্টির দোকানে ভাইরাল 'ব্যালট সন্দেশ'

পঞ্চায়েত ভোটে মাত্র ৪ ভোটে হেরে যাচ্ছিলেন, তাই ব্যালট খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব। এই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগণার ওই প্রার্থীর বিরুদ্ধে। তাঁর জেলাতেই এক মিষ্টির দোকানে মিলছে ব্যালট সন্দেশ। ওই মিষ্টি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি।

ব্য়ালট মিষ্টি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jul 2023,
  • अपडेटेड 12:26 PM IST
  • পঞ্চায়েত ভোটে মাত্র ৪ ভোটে হেরে যাচ্ছিলেন, তাই ব্যালট খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব।
  • এই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগণার ওই প্রার্থীর বিরুদ্ধে।
  • তাঁর জেলাতেই এক মিষ্টির দোকানে মিলছে ব্যালট সন্দেশ।

পঞ্চায়েত ভোটে মাত্র ৪ ভোটে হেরে যাচ্ছিলেন, তাই ব্যালট খেয়ে ফেলেছিলেন তৃণমূল প্রার্থী মহাদেব। এই অভিযোগ উঠেছে উত্তর ২৪ পরগণার ওই প্রার্থীর বিরুদ্ধে। তাঁর জেলাতেই এক মিষ্টির দোকানে মিলছে ব্যালট সন্দেশ। ওই মিষ্টি বানিয়ে তাক লাগিয়েছেন তিনি। মিষ্টির কারিগর জানিয়েছেন, ব্যালট খাওয়ার ঘটনা নিয়ে রাজ্যে জোর চর্চা চলছে, সেখান থেকেই তিনি ব্যালট মিষ্টি বানানোর ভাবনা পেয়েছেন। মিষ্টি যিনি বানিয়েছেন, তাঁর নাম কমল সাহা। ভোটের সময়ও তিনি নানারকম প্রতীকী মিষ্টি বানিয়েছিলেন, বলে জানা গিয়েছে।

বাঙালি স্বভাবরসিক। যে কোনও কিছুতে পান থেকে চুন খসলে মিমের বন্যা বইয়ে দেয়। সেখানে ব্যালট পেপার চিবিয়ে গিলে নেওয়ার ঘটনা সে ভুলে যাবে? তা হয় নাকি। ফলে এখন সোশ্যাল মিডিয়ায় ব্যালট খাওয়া নিয়ে মিমের ছড়াছড়ি। শুধু মিম নয়, চায়ের দোকান, পাড়ার আড্ডা, পারিবারিক ডিনার টেবিলেও তৃণমূল প্রার্থীর ব্যালট খেয়ে নেওয়ার ঘটনা আলোচনার কেন্দ্রে।

ব্যালট সন্দেশ-- ছবি সৌজন্য: সোশ্যাল মিডিয়া

হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর বয়েজ সেকেন্ডারি হাইস্কুলে মঙ্গলবার চলছিল ভোট গণনা। হেরে যাচ্ছেন খবর পেয়ে গণনাকেন্দ্রে ঢুকে একমুঠো ব্যালট মুখে পুরে গিলে নেন ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ছিলেন সিপিএমের রবীন্দ্রনাথ মজুমদার। ঘটনার আকস্মিকতায় হতবাক তিনি। এদিকে, আদালতের নির্দেশে পুনর্নির্বাচন হবে ওই বুথে। 

মহাদেববাবুর ব্যালট-খাওয়ার ঘটনা সমাজের অরাজনৈতিক স্তরেও ঝড় তুলেছে। শোনা যাচ্ছে যুব সম্প্রদায়ের একটি অংশ নাকি ১১ জুন দিনটিকে ‘ব্যালট ডে’ হিসেবে ঘোষণা করার জোর দাবি তুলেছে। তাঁদের বক্তব্য, ঠিকমতো প্রচার পেলে এই দিনটি ভ্যালেন্টাইনস ডে’কে অনায়াসে পিছনে ফেলে দেবে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement