
Loksabha Election 2024 result Coachbehar: গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে হঠিয়ে সামনের সারিতে চলে এসেছিল তৃণমূল। তখনই কিছুটা আন্দাজ করা গেলেও বিশ্বাস হয়নি। কিছু জায়গায় বিজেপি (BJP) জিতলেও বেশিরভাগই ঘাসফুলবাহিনীর (TMC)-র দখলে গিয়েছিল। যার প্রতিফলন দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক সকাল থেকে গণনা শুরু হওয়ার পর থেকে পিছিয়ে রয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন। তবে তা ১০ হাজারের কম ভোটে। ফলে হেরে গিয়েছেন এখনই বলা না গেলেও জয় কঠিন হতে চলেছে। জয় এলেও শেষ পর্যন্ত তা সামান্য ব্যবধানে হবে বলে মনে করা হচ্ছে।
ভোট ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে যে কটি আসন হিংসার জন্য চর্চিত ছিল, তার মধ্যে শীর্ষে ছিল দিনহাটাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম রাজ্য়ের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ লড়াই সামনে এসেছিল। একাধিকবার রক্তাক্ত হয়েছে এলাকা। প্রকাশ্যে মারামারিও দেখা গিয়েছে দুই মন্ত্রীর মধ্যে। যার ফল ভোটে পড়েছে বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে একটা বড় ইস্যু বিজেপির বিরুদ্ধে গিয়েছে, যেটি হল বিজেপির টিকিটে রাজ্যসভা থেকে সাংসদ হওয়া অনন্ত মহারাজ ভোটের আগে বারবার ঘোষণা করেছিলেন পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল হবে কোচবিহার বা উত্তরবঙ্গ। ভোটের মুখে তিনি সেই দাবি থেকে সরে গিয়ে নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। যা ভালভাবে নেয়নি রাজবংশি সমাজ। শেষ পর্যন্ত এই ইস্যু নির্ণায়ক হতে পারে বলে মনে করা হয়েছে। তবে চূড়ান্ত ফলের জন্য আরও একটু অপেক্ষা করতে হবে।