Advertisement

Bayran Biswas : 'আমাকে এখনও কেউ কিনতে পারেনি', পঞ্চায়েতের ভোটের পর বিস্ফোরক বাইরন

পঞ্চায়েত ভোটের পরই সেই বাইরনের গলাতে কি ফের বদলের সুর ? শুরু জল্পনা। কারণ বাইরনের মন্তব্য, 'আমাকে এখনও কেউ কিনতে পারেনি।'

বাইরন বিশ্বাস
সৌমেন কর্মকার
  • কলকাতা,
  • 10 Jul 2023,
  • अपडेटेड 5:13 PM IST
  • 'আমাকে এখনও কেউ কিনতে পারেনি'
  • ফের বললেন বাইরন বিশ্বাস

‘লিখে রেখে দিন, তৃণমূল আমাকে কিনতে পারবে না। দরকারে তৃণমূলকে কিনে নেব।’ কংগ্রেসের টিকিটে জিতে সাফ জানিয়েছিলেন সাগরদিঘির বিধায়র বাইরন বিশ্বাস। তবে কথা রাখতে পারেননি তিনি। দল বদলে যোগ দিয়েছেন তৃণমূলে। পঞ্চায়েত ভোটের পরই সেই বাইরনের গলাতে কি ফের বদলের সুর ? শুরু জল্পনা। কারণ বাইরনের মন্তব্য, 'আমাকে এখনও কেউ কিনতে পারেনি। আমি মানুষের জন্য কাজ করতে তৃণমূলে জয়েন করেছি। আমার এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয় গিয়েছিল।' 

পঞ্চায়েত ভোটে রাজ্যজুড়ে হিংসার ঘটনা সামনে এসেছে। এনিয়ে সরব হয়েছে বিজেপি সহ সব রাজনৈতিক দল। নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের হয়েছে। তবে সাগরদিঘির বিধায়ক বাইন বিশ্বাস এরইমধ্যে ফের খবরে। bangla.aajtak.in-কে বাইরন বলেন, 'আমাকে এখনও কেউ কিনতে পারেনি। আমি আজও সেই একই কথা বলছি। আমি কোনও মন্ত্রিত্বের লোভে তৃণমূলে যোগ দিইনি। গিয়েছি কাজের জন্য। কারণ, কংগ্রেসে থাকার ফলে আমার এলাকার কাজ আটকে যাচ্ছিল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ হয়ে গিয়েছিল। তৃণমূলে জয়েন করার পর তা চালু হয়।' 

তবে নিজের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি করলেও বাইরনের মতে পঞ্চায়েত ভোট ভালো  হয়েছে। তিনি বলেন, 'পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। অশান্তি হয়নি। আমার মনে হয় তৃণমূল খুব ভালো রেজাল্ট করবে।' 

এত হিংসা সত্ত্বেও ভোট শান্তিপূর্ণ হয়েছে। বলেন কীভাবে ? এই প্রশ্নের উত্তরে বাইরনের জবাব, 'আমিও শুনেছি। তবে সেসব নিয়ে তো আমি বলতে পারব না। আমার মনে হয়েছে ভোট ভালোই হয়েছে। মুর্শিদাবাদে খুন হয়েছে, অনেক জায়গাতেই অশান্তি হয়েছে। তবে সব থেকে খারাপ অবস্থা ছিল এই জেলার। তবে আমার কেন্দ্র সাগরদিঘিতে অশান্তি হয়নি।' 

যদিও এই বাইরন বিশ্বাসই কংগ্রেসের টিকিটে সাগরদিঘি থেকে জেতার পর তৃণমূল কংগ্রেসকে দুর্নীতি পরায়ণ দল বলে আক্রমণ করেছিলেন। পরে যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজ্যের শাসক দলেই নাম লেখান। বিরোধী দলগুলির অভিযোগ, পঞ্চায়েতে তৃণমূলের মদতেই সন্ত্রাস হয়েছে। তাই নিয়ে বাইরন বলেন, 'হিংসা নিয়ে আমি কী করে বলব বলুন তো। আমার কাছে নির্দেশ ছিল, শান্তিপূর্ণভাবে ভোট করানোর। আমাদের সাগরদিঘিতে তাই হয়েছে। তবে অশান্তিও হয়েছে বলে শুনেছি। এই অশান্তির কারণ হল টিকিট না পেয়ে ঝামেলা। অনেক জায়গায় টিকিট না পেয়ে বিবাদ করেছেন কেউ কেউ। আবার কোথাও পুলিশ ব্যর্থ হয়েছে। তবে আমার মনে হয়, ভোট শান্তিপূর্ণভাবেই হয়েছে। যেমন সাগরদিঘিতে হয়েছে।' 

Advertisement

সাগরদিঘি উপনির্বাচনে বাইরন বিশ্বাসের জয়ের পর বিজেপি-কংগ্রেস-সিপিএম-এর মতো বিরোধী দলগুলি আশা করেছিল, সাগরদিঘি মডেল কাজ দেবে পঞ্চায়েত ভোটে। বাস্তবে তা কি হয়েছে ? বাইরন উত্তরে বলেন, 'কোনও মডেলের ব্যাপারে বলতে পারব না। তবে কংগ্রেস, বিজেপি বা সিপিআইএম কোথাও ভালো ফল করতে পারবে না। মুর্শিদাবাদেও পারবে না।' 

পঞ্চায়েত হিংসায় তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগ তুলেছে বিজেপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। তাই নিয়ে বাইরনের মন্তব্য, 'যেখানেই ঝামেলা অশান্তি হচ্ছে সেখানেই তৃণমূলের উপর দোষ চাপানো হচ্ছে। এটা ঠিক নয়। সব দলেই দুষ্কৃতী আছে। একা তৃণমূলের উপর দোষ দেওয়া উচিত নয়।' 

  

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement