Advertisement

Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটে ডিউটির জন্য কত টাকা পাবেন সরকারি কর্মী-শিক্ষকরা? জানুন? 

পঞ্চায়েত ভোটকর্মীরা কে কত পারিশ্রমিক পাবেন, তা ঠিক করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হবে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসাররা কত পারিশ্রমিক পাবেন, তা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2023,
  • अपडेटेड 2:29 PM IST
  • পঞ্চায়েত ভোটকর্মীরা কে কত পারিশ্রমিক পাবেন, তা ঠিক করে দিল রাজ্য নির্বাচন কমিশন।
  • আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হবে পঞ্চায়েত নির্বাচন।

পঞ্চায়েত ভোটকর্মীরা কে কত পারিশ্রমিক পাবেন, তা ঠিক করে দিল রাজ্য নির্বাচন কমিশন। আগামী ৮ জুলাই রাজ্যে এক দফায় হবে পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের জন্য প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসাররা কত পারিশ্রমিক পাবেন, তা নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর প্রিসাইডিং অফিসাররা ২৩৪০ টাকা পারিশ্রমিক পাবেন। যে সমস্ত প্রিসাইডিং অফিসার রিজার্ভ হিসাবে থাকবেন, তাঁদের ১০৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। ফাস্ট পোলিং অফিসারদের ১৫৪০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। ফার্স্ট পোলিং অফিসার, যাঁরা রিজার্ভ হিসাবে থাকবেন তাঁদের ৮৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পোলিং অফিসারদের ১৫৪০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে। যাঁরা রিজার্ভ হিসেবে থাকবেন তাঁদের ৮৫০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।

মূলত ভোটের আগের দিন এবং ভোটের দিন কীভাবে এই পারিশ্রমিক দেওয়া হবে, তার প্রকারভেদ দিয়ে দেওয়া হয়েছে নির্দেশিকায়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় চার লক্ষ ভোট কর্মী প্রয়োজন হবে এক দফায় পঞ্চায়েত নির্বাচন করতে। ইতিমধ্যেই বিভিন্ন জেলাকে তার প্রয়োজনীয় পদক্ষেপও নিতে বলা হয়েছে। ইতিমধ্যেই বুথগুলিতে ভোট কর্মী নিয়োগ নিয়ে কয়েক দফা বৈঠকও সেরে ফেলেছে রাজ্য নির্বাচন কমিশন। পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২০টি জেলার জন্য ২০ জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে এই কমিশন সূত্রে খবর।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement