Advertisement

Panchayat Election 2023: যেখানে সাপের ভয়! পঞ্চায়েতে ভোটকর্মীদের দেওয়া হচ্ছে কার্বলিক অ্যাসিড-টর্চ

ভরা বর্ষায় পঞ্চায়েত ভোট (WB Panchayat Election) হবে রাজ্যে। এই প্রথমবার বর্ষায় ভোট হচ্ছে। এসময় গ্রামে-গঞ্জে সাপের উপদ্রব বেড়ে যায়। সে কথা মাথায় রেখেই এবার ভোট কর্মীদের দেওয়া হচ্ছে কার্বলিক অ্যাসিড।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Jul 2023,
  • अपडेटेड 10:50 AM IST
  • ভরা বর্ষায় পঞ্চায়েত ভোট (WB Panchayat Election) হবে রাজ্যে।
  • এই প্রথমবার বর্ষায় ভোট হচ্ছে।

ভরা বর্ষায় পঞ্চায়েত ভোট (WB Panchayat Election) হবে রাজ্যে। এই প্রথমবার বর্ষায় ভোট হচ্ছে। এসময় গ্রামে-গঞ্জে সাপের উপদ্রব বেড়ে যায়। সে কথা মাথায় রেখেই এবার ভোট কর্মীদের দেওয়া হচ্ছে কার্বলিক অ্যাসিড। কোথাও কোথাও আবার টর্চ লাইট। সূত্রের খবর, সাপের উপদ্রব ঠেকাতেই ভোটকেন্দ্রের আশেপাশে কার্বলিক অ্যাসিড ছড়ানোর পরামর্শও দেওয়া হচ্ছে। পাশাপাশি রাতের জন্য টর্চও দেওয়া হচ্ছে। 

সাম্প্রতিক অতীতে কোনও ভোট জুলাই মাসে হয়েছে, এমনটা মনে করতে পারছেন না অনেকেই। গত পঞ্চায়েত ভোট হয়েছিল মে মাসে। শেষ বিধানসভা ভোট মে মাসের প্রথমে শেষ হয়েছিল। ২০১৯ সালে লোকসভা ভোটও হয়েছিল মে মাসে।
শনিবার পঞ্চায়েত নির্বাচন। প্রার্থীরা প্রচারে ব্যস্ত। প্রশাসনও ব্যস্ত সুষ্ঠু ভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে।

তাই রাজ্যের সব ব্লকেই তুঙ্গে ব্যস্ততা। ভোটকর্মীদের প্রতিটি মেরিরিয়াল কিট ব্যাগে চেক লিস্ট মিলিয়ে দেওয়া হচ্ছে জিনিস। সব ব্যাগে নির্দিষ্ট জিনিস ঢুকল কিনা তাও খোঁজ খবর নিচ্ছেন অফিসারেরা। ব্যালট বক্স, ব্যালট পেপার, পেন, পেনসিল, রাবার, কাগজ, স্ট্যাম্প এসব তো থাকছেই। তার সাথে এলাকা বুঝে ভোট কর্মীদের মেটিরিয়াল কিট ব্যাগে দেওয়া হচ্ছে কার্বলিক অ্যাসিড ও টর্চ লাইট।

এক ভোটকর্মীর কথায়, 'আগে ভোটে গন্ডগোলের ভয়ে কাঁটা হয়ে থাকতাম। এবার সেইসঙ্গে যুক্ত হল সাপের ভয়। ভোটকেন্দ্র হওয়া অনেক স্কুলেরই জানলা ভাঙা থাকে। দরজা ঠিক মতো লাগানো যায় না। স্কুল চত্বরে ঝোপঝাড়। এ বার দীর্ঘদিন গরমের ছুটির পরে সেই ঝোপঝাড় বেড়েছে।'
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement