Advertisement

Panchayat Election Dry Day: রাজ্যে বন্ধ থাকবে মদের দোকান, কোথায়-কতদিন?

যেখানে ভোট হবে, সেইসব জায়গার মদের দোকান এবং বারগুলিতে মদ পরিবেশন করা যাবে না। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই ওই নিয়ম চালু হয়ে গেছে। তবে মদ পরিবেশনের লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁগুলি খোলা থাকতে পারে। কিন্তু সেখানেও মদ দেওয়া যাবে না। শনিবার ভোট শেষ হওয়া পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 10:40 AM IST
  • শনিবার গ্রামবাংলার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে অংশ নেবে শহর কলকাতার একদম কাছাকাছির কিছু এলাকা।
  • পঞ্চায়েত ভোট সামলাতে কলকাতা পুলিশের একটি বড় অংশকে জেলায় পাঠানো হচ্ছে।
  • ফলে আগামী ক’দিন শহরের নিরাপত্তার বাঁধন আলগা হবে কি না, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে।

শনিবার গ্রামবাংলার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে অংশ নেবে শহর কলকাতার একদম কাছাকাছির কিছু এলাকা। পঞ্চায়েত ভোট সামলাতে কলকাতা পুলিশের একটি বড় অংশকে জেলায় পাঠানো হচ্ছে। ফলে আগামী ক’দিন শহরের নিরাপত্তার বাঁধন আলগা হবে কি না, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এরইমধ্যে নির্বাচন বিধি অনুযায়ী বন্ধ থাকছে মদের দোকান ও পানশালা। 

শহরের সবচেয়ে কাছের এলাকায় যেখানে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হবে তা হল, নিউটাউন, রাজারহাট, কলকাতা লেদার কমপ্লেক্স, সোনারপুর, বারুইপুর, ডোমজুর, লিলুয়া, রাহারা এবং ঘোলা। এই এলাকাগুলি কলকাতা পুলিশ, বিধাননগর কমিশনারেট, বারুইপুর পুলিশ জেলা, ব্যারাকপুর কমিশনারেট এবং হাওড়া কমিশনারেটের অধীনে রয়েছে। এইসব জায়গায় একাধিক বিধিনিষেধের পাশাপাশি বন্ধ থাকবে মদের দোকান। 

যেখানে ভোট হবে, সেইসব জায়গার মদের দোকান এবং বারগুলিতে মদ পরিবেশন করা যাবে না। বৃহস্পতিবার বিকেল ৫টা থেকেই ওই নিয়ম চালু হয়ে গেছে। তবে মদ পরিবেশনের লাইসেন্সপ্রাপ্ত রেস্তোরাঁগুলি খোলা থাকতে পারে। কিন্তু সেখানেও মদ দেওয়া যাবে না। শনিবার ভোট শেষ হওয়া পর্যন্ত এই নিয়ম লাগু থাকবে।

পুলিশ জানিয়েছে যে কোনও ভোটকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গাড়ি যেতে দেওয়া হবে না। ওই ব্যাসার্ধের বাইরে যানবাহন চলাচলে কোনও নিষেধাজ্ঞা থাকবে না। ডা. এপিজে আব্দুল কালাম সরকারি কলেজ (নিউ টাউন সরকারি কলেজ নামেও পরিচিত) ১০টি বুথ থাকবে। কলেজটি নিউ টাউনের সেন্ট্রাল মলের পিছনে অবস্থিত এবং অ্যাকশন এরিয়া ১-তে নিউ টাউন বাসস্ট্যান্ড থেকে প্রায় ১.২ কিলোমিটার দূরে অবস্থিত।

রাজ্য আবগারি দফতরের জারি করা আদেশ অনুসারে, সমস্ত বিভাগের খুচরা আবগারি লাইসেন্সপ্রাপ্ত প্রাঙ্গণগুলি শুধুমাত্র সেই পকেটেই বন্ধ থাকবে যেখানে কলকাতা, বিধাননগর, হাওড়া, ব্যারাকপুর এবং রাজ্য জুড়ে অন্যান্য এলাকায় ভোট অনুষ্ঠিত হবে। যে এলাকায় ভোট হবে তার বাইরের এলাকায় বিধিনিষেধের কোনও প্রভাব পড়বে না।
 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement