West Bengal Panchayat Election 2023 Result Darjeeling Kalimpong: গোটা রাজ্যে যেখানে পঞ্চায়েত ভোটকে ঘিরে খুনোখুনি, বোমা-গুলি-অশান্তির খবর এসেছে, সেখানে শান্তিপূর্ণ ভোট করে ব্যতিক্রমী ছবি দেখিয়েছিল পাহাড়। দার্জিলিং ও কালিম্পংয়ে উৎসবের মেজাজে ভোট দিয়েছিল মানুষ বিরোধী-শাসক কারও রাজনৈতিক বক্তব্য ছাড়া কোনও ভোট নিয়ে ক্ষোভ বা সামান্য বিবৃতিও মেলেনি। বিজিপিএম বিরোধী জোটের আশা ছিল, ভোটের ফলেও তার প্রভাব পড়বে। কিন্তু মঙ্গলবার সকাল থেকে দেখা গেল উল্টো চিত্র। ফল বের হওয়ার পর থেকে শুধুই বিজিপিএমের জয়জয়কার। বিকেলের মধ্যেই পরিষ্কার হয়ে যায়, কারা জিতছে পঞ্চায়েত। বিরোধীদের কার্যত খুঁজেই পাওয়া যায়নি।
পাহাড়ে পঞ্চায়েত দখলের পথে। থেকেই এগিয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। মঙ্গলবার সকাল ৮টা থেকে দার্জিলিং এবং কালিম্পং মিলিয়ে ৯ টি কেন্দ্রে গণনা শুরু হয়েছে। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা হয়। ইতিমধ্যেই অনিত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম) ১৩টি গ্রাম পঞ্চায়েতে, বিজেপি, হামরো পার্টি, ইউনাইটেড গোর্খা মঞ্চ একটি করে গ্রাম পঞ্চায়েত দখল করেছে। দুটি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। বিজেপি কালিম্পংয়ের তাসিডিং গ্রাম পঞ্চায়েত দখল করেছে। ব্লুমফিল্ড গ্রাম পঞ্চায়েত হামরো পার্টির দখলে গিয়েছে। দার্জিলিং-২ এবং তিস্তাবাজার গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। গ্রাম পঞ্চায়েতের গণনা শেষ হলেই পঞ্চায়েত সমিতির ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার মধ্যেই পাহাড়ের সম্পূর্ণ ফলাফল প্রকাশ হয়ে যাবে বলে প্রশাসন আশাবাদী।
পাহাড়ে গত শতাব্দীর ৯-এর দশকে শেষবার পঞ্চায়েত ভোট হয়েছিল। তারপর ২২ বছর পর অনুষ্ঠিত হয়েছে পঞ্চায়েত নির্বাচন। প্রায় সব দলই প্রার্থী দিয়েছিল। পাহাড়ের প্রতিটি বুথেই প্রতিটি রাজনৈতিক দলের আশা ছিল, মিলিয়ে মিশিয়ে বেশ কিছু আসন দখল করে নেবেন। কিন্তু বিকেল পর্যন্ত গণনার পর দেখা গিয়েছে, দার্জিলিং-কালিম্পং এর দুটি জেলাতেই পাহাড়ে মোট গ্রাম পঞ্চায়েতের বেশিরভাগই নবগঠিত দল বিজেপিএম দখলে নিয়ে দার্জিলিংয়ে মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে জানা গিয়েছে দুপুরের মধ্যে ২৫ টি গ্রাম পঞ্চায়েত বিজেপিএমের দখলে গিয়েছে অন্যদিকে বিরোধী জোট অর্থাৎ ইউনাইটেড গোর্খা অ্যালায়েন্স একটি আসনে জয় পেয়েছে। তবে আলাদাভাবে লড়ে বিজেপি দুটি আসন পেয়েছে। অমীমাংসিত রয়েছে একটি গ্রাম পঞ্চায়েত। পাশাপাশি কালিম্পং জেলার ৪২ টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এরমধ্যে ১২ টি বিজিপিএম দখল করেছে। দুটো পেয়েছে বিজেপি এবং একটি গ্রাম পঞ্চায়েত অমীমাংসিত রয়েছে।
গ্রাম পঞ্চায়েতের গণনার প্রথম থেকেই বিপুল আসনে এগিয়ে রয়েছে অনিতাপার বিজেপিএম আটটি আঞ্চলিক দল মহাজোট করেও তাদের বিরুদ্ধে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি। একের পর এক জয়ের খবর আসতেই উৎসবে মেতে উঠেছেন সমর্থকরা। বিকেল পর্যন্ত যা ট্রেন্ড তাতে পাহাড়ের বেশিরভাগ আসনে পঞ্চায়েতে বিজিপিএমের দখলে আসা সময়ের অপেক্ষা।