Advertisement

West Bengal Panchayat Election 2023: হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, ভোটের দিন থাকতে হবে নিজের এলাকাতেই

পঞ্চায়েত ভোটে থাকতে হবে নিজের এলাকাতেই। যেতে পারবেন না অন্য কোনও পঞ্চায়েত এলাকায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। নির্বাচনের দিনে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Jul 2023,
  • अपडेटेड 5:36 PM IST
  • পঞ্চায়েত ভোটে থাকতে হবে নিজের এলাকাতেই।
  • যেতে পারবেন না অন্য কোনও পঞ্চায়েত এলাকায়।
  • শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হল শুভেন্দু অধিকারীকে।

পঞ্চায়েত ভোটে থাকতে হবে নিজের এলাকাতেই। যেতে পারবেন না অন্য কোনও পঞ্চায়েত এলাকায়। শুক্রবার কলকাতা হাইকোর্টের তরফে এমনটাই নির্দেশ দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। নির্বাচনের দিনে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা।

গত ৪ জুলাই রাজ্য নির্বাচন কমিশনের তরফে ২২টি জেলার পঞ্চায়েত নির্বাচনী অফিসার ও জেলাশাসকদের বিজ্ঞপ্তি পাঠিয়ে জানায়, নির্বাচনের প্রচার শেষে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁরা রাজ্য ও কেন্দ্রীয় নিরাপত্তা পান তাঁরা নিজের বুথ এলাকার বাইরে অন্য কোনও জায়গায় নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে পারবেন না। তবে ভোটের প্রার্থী হলে সেটা আলাদা বিষয়। তাঁর জন্য কিছুটা ছাড়ের কথা বলে কমিশন। কাঁথি থানাও শুভেন্দুকে নোটিশ পাঠিয়ে জানায়, তিনি যেন ভোটের দিন নিজের ভোটকেন্দ্রের এলাকার বাইরে না বের হন।

ওই নোটিসকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, কীভাবে একজন বিরোধী দলনেতাকে এভাবে নির্দিষ্ট জায়গায় আটকে দিতে পারে? বাংলার শাসক দলের বিধায়কদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। শুক্রবার দুপুরে বিচারপতি সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়। সেই শুনানিতে বিচারপতি কমিশনের কাছে শুভেন্দুর অভিযোগের ব্যাপারে জানতে চান। কমিশন জানায়, নির্দিষ্ট কোনও ব্যক্তিকে নোটিশ দেওয়া হয়নি। সকল রাজনৈতিক দলের বিধায়ককে এই নোটিশ দেওয়া হয়েছে।

এদিন আদালত জানিয়েছে, এই নির্দেশ নির্বাচন কমিশন কোনও একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে জারি করেনি। সবার ক্ষেত্রেই একই নিয়ম বজায় থাকবে। তাই কমিশনের সিদ্ধান্তই বহাল থাকবে এক্ষেত্রে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement