Advertisement

West Bengal panchayat election: 'ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকলে কে ভরসা রাখবে?', রাজীব সিনহাকে তোপ দিলীপের

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি চিঠিতে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ঘটে চলা ‘হিংসা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শনিবার বিষয়টিতে কমিশনকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভপতি দিলীপ ঘোষ।

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Jun 2023,
  • अपडेटेड 11:28 AM IST
  • পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
  • পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি চিঠিতে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে রাজ্যজুড়ে ঘটে চলা ‘হিংসা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শনিবার বিষয়টিতে কমিশনকে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভপতি দিলীপ ঘোষ।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে দিলীপ বলেন, 'এমন লোককে কমিশনার করেছেন, তাকে চাপ দিয়েও কাজ হয়না। চোখের সামনে খুন হয়ে গেছে। উনি পুলিসের রিপোর্ট দেখে বলে দিচ্ছেন কিছু হয়নি। এরকম ধৃতরাষ্ট্র হয়ে বসে থাকলে, কমিশনে কে ভরসা রাখবে? পার্টি যা চাইছে, মুখ্যমন্ত্রী সেটা বলে দিচ্ছেন। রাজীব সিনহা সেটাই করছেন। তাহলে আমরা ধরে নেব পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট তিনি চাইছেন না। ওনার মেরুদণ্ড নেই। উনি মমতা ব্যানার্জি বা তার সরকার এবং পার্টির দ্বারা পরিচালিত হচ্ছেন। মনোনয়নে ৫ থেকে ৭ জন খুন। তারপরও যদি সেন্ট্রাল ফোর্স না আসে, তাহলে সাধারণ মানুষ ভোট দিতে বেরোবে না। আরো খুন হবে। ফোর্স না এলে ভাঙড়, বেলদা, নওদার মতো জায়গা ঠান্ডা হবে না।'

রাজ্যপালের সফরে বোমা উদ্ধার নিয়ে দিলীপ বলেন, 'আমরা যেমন আম কুড়োতাম, তেমন রাজ্যপালের দেহরক্ষী ভাঙড়ে বোমা কুড়াচ্ছেন। তারপরেও পুলিস বলছে খুন হয়নি। সব শান্ত। কমিশন সেটা মেনেও নিচ্ছে! ভগবান ভরসা। এই নির্বাচন কমিশনকে কে ভরসা করবে?।'

‘তৃণমূল কংগ্রেসকে জেতান, না তো লক্ষ্মীর ভাণ্ডার কে দেবে আপনাকে?’ শুক্রবার কাকদ্বীপের (Kakdwip) সভা থেকে বলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, মমতা আরও বললেন, ‘স্বাস্থ্যসাথীকে দেবে পঞ্চায়েতগুলো না জিতলে? রাস্তা কে করবে? চাল বাড়িতে কে পৌঁছে দেবে? আমফান হলে উদ্ধার করে ত্রাণশিবিরে কে নিয়ে আসবে? কন্যাশ্রী-শিক্ষাশ্রী-ঐক্যশ্রীর ছেলে-মেয়েরা কোথায় যাবে? পেনশন হোল্ডাররা কোথায় যাবেন? স্বাস্থ্যসাথী কোথায় যাবে? পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতলে আমাদের হাত, মানে জোড়াফুলের হাত শক্তিশালী হবে।’

Advertisement

বিষয়টিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শনিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'এগুলো ভোট কেনার প্রকল্প। টাকা সাইকেল দিয়েছি। ভোট দিন। উনি প্রকাশ্যে বলে ফেলেছেন। উপায় নেই বলে। পঞ্চায়েত হেরে গেলে লক্ষী ভাণ্ডার বন্ধ হবে কেন? টাকা তো কেন্দ্রের। ১০০ দিনের কাজের টাকা বন্ধ হতে হাহাকার পরে গেছে কেন? মোদীর টাকায় দিদি ফুটানি মারছেন।'
 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement