গ্রাম দখলের লড়াইয়ে এগিয়ে গেল তৃণমূল। এরপর রয়েছে বিজেপি ও বাম-কংগ্রেস জোট। প্রাক্ নির্বাচন থেকে নির্বাচনের সময় বাংলায় জুড়ে চলে ব্যাপক হিংসা-রক্তলীলা। রাজ্যে অন্তত ৪১ জন প্রাণ হারায়। এরপর সোমবার রাজ্যের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হয়। ১১ জুলাই সকাল ৮টা থেকে শুরু হয় গণনা। ভোট গণনার শুরুর পর থেকে লাগাতার অশান্তির খবর উঠে এল। রাতে ফের অশান্ত হয় ভাঙড়। এই সংক্রান্ত সমস্ত খবর পেতে চোখ রাখুন bangla.aajtak.in-এ।
রাজ্যের পঞ্চায়েত ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে রাজ্য নির্বাচনের কাছে কৈফিয়ত তলব করে যে উত্তরগুলি পাওয়া গিয়েছে তা যথেষ্ট নয়। প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই মনে করছে কলকাতা হাই কোর্ট। পঞ্চায়েত মামলার শুনানিতে এই পর্যবেক্ষণের কথা জানিয়ে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, বৃহস্পতিবারের মধ্যে মামলাকারীদের সব তথ্য আদালতে জমা দিতে হবে।
হাওড়ায় ৪২টি জেলা পরিষদই দখল করল তৃণমূল কংগ্রেস। ১৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৪টিই শাসকদলের। ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৫২টি তৃণমূলের দখলে। ১টি পেয়েছে বিজেপি, অন্যান্যরা পেল ৪টি আসন।
পঞ্চায়েত হিংসা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যে এল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। ৪ সদস্যের দলের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ। ৭ দিনের মধ্যে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নড্ডাকে রিপোর্ট দেবেন তাঁরা।
ভোট ও গণনা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের প্রধান বিচারপতির। পুরো বিষয়টি ফের বিবেচনা করার নির্দেশ দেন তিনি। রাজ্যের মানুষের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
পূর্ব মেদিনীপুর দখলে নিল তৃণমূল কংগ্রেস। জেলা পরিষদ গঠন করছে শাসকদল। বিরোধীদের ঝুলিতে ১৪টি আসন।
উত্তর দিনাজপুরে ২৬টি জেলা পরিষদের মধ্যে ২৩টি জিতল তৃণমূল কংগ্রেস। কংগ্রেস জিতেছে ৩টি আসন। জেলা পরিষদ গড়ছে তৃণমূল কংগ্রেস।
নিউটাউনে উদ্ধার তাজা বোমা। নিউটাউনের গৌরাঙ্গনগর নতুন পল্লির সাহা মার্কেটের কাছে একটি ঝোপের মধ্য থেকেই বোমাগুলি উদ্ধার হয়। একটি বাজারের ব্যাগের মধ্যে রাখা ছিল এই বোমাগুলি। ঘটনাস্থলে নিউটাউন থানার পুলিশ।
হুগলির জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। হুগলিতে জেলা পরিষদের ৫৩টি আসন। তার মধ্যে ৫১টিতে তৃণমূল জয়ী হয়েছে। দু’টি আসন পেয়েছে বিজেপি। ১৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৭টি এবং ২০৭টি গ্রাম পঞ্চায়েতের ১৮৯টিতে তৃণমূল জয়ী হয়েছে।
মঙ্গলবার রাতে গণনাকেন্দ্রে ঢুকে বিরোধী প্রার্থী এবং এজেন্টদের মারধরের অভিযোগ উঠল সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের।
হাওড়ায় ৪২টি জেলা পরিষদের মধ্যে ৩৫টিই তৃণমূলের দখলে। ১৪টি পঞ্চায়েত সমিতির ১১টিতে জয়ী শাসকদল। ১৫৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৩৫টি তৃণমূল কংগ্রেসের দখলে।
বগটুইকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যেরা অনেকেই এ বছর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে দুই স্বজনহারা ভোটে জিততে পারেননি। তৃণমূল প্রার্থীদের কাছে তাঁরা পরাজিত হয়েছেন।
উত্তর দিনাজপুর জেলায় জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে ২৬টি আসনই তৃণমূল কংগ্রেস পেল। বিরোধীদের ভাগ্যে একটিও আসন জুটল না।
রাতভর হিংসা, গুলি, বোমাবাজিতে ভাঙড়ে মৃত বেড়ে ৩। বাড়ির অদূরে পুকুরপাড় থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে রায়দিঘির কাশীনগর গ্রাম পঞ্চায়েতে চাঁদপাশা গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিপ্লব হালদার (৪৪)। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে কারা ফোনে ডেকে নিয়েছিল। আজ ভোরে বাড়ির কাছাকাছি পুকুরপাড় থেকে তার দেহ মেলে। পুলিশ দেহ উদ্ধার করেছে।
পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেস ও নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। বললেন, 'এই পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্রের উপহাস করা হল। নির্বাচন কমিশন, পুলিশ ও শাসকদল এক হয়ে হিংসায় প্রশ্রয় দিল গোটা বাংলাজুড়ে। যার নির্যাস, ৪০ জনের বেশি মৃত।'
ভোট গণনায় কারচুপি চলছে। অভিযোগ তুলে গণনা কেন্দ্রের সামনে ধর্ণায় বসলেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। জিতলেও বিজেপি প্রার্থীদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, হেনস্থা করা হচ্ছে বলে দাবি। প্রতিবাদে মালদার হবিবপুরে বিজেপির বিক্ষোভ চলছে। বিক্ষোভে সামিল বিজেপি সাংসদ খগেন মুর্মু, উত্তর মালাদার সংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত, সহ বিজেপি নেতৃত্ব।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাতভর পুলিশ ও আইএসএফ সংঘর্ষ। দেদার বোমাবাজি, গুলিতে মৃত বেড়ে ২। দুজনেই আইএসএফ কর্মী বলে জানা গিয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের গায়েও গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙড়জুড়ে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে।
জেলা পরিষদে এখনও পর্যন্ত জেলা পরিষদের রেজাল্টে দেখা যাচ্ছে, ৮৩টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। একটি জেলা পরিষদ সিপিআইএম-এর দখলে। কংগ্রেস, বিজেপি ও অন্যান্যরা কোনও জেলা পরিষদ পাননি এখনও।
পঞ্চায়েত নির্বাচনে এখনও পর্যন্ত ২৭ হাজার ৩৭৩টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ৭ হাজার ১৫টি আসনে জিতেছে বিজেপি। সিপিআইএম জিতেছে ২ হাজার ৩৯৬টি আসনে। কংগ্রেস জিতল ১ হাজার ৮১১টি আসনে। অন্যান্যরা জিতেছে ২ হাজার ৪০৬টি গ্রাম পঞ্চায়েত।
মুর্শিদাবাদ জেলার ২৫০টি পঞ্চায়েতে মোট আসন ৫৫৯৩। ভোট হয়েছে ৫৫৯১ টি আসনে। তৃণমূল জয়ী ২৬৮৩টি আসনে। বিজেপি ৫০২, সিপিআই ২, সিপিএম ৫০৬, কংগ্রেস ১০৬১,ফরওয়ার্ড ব্লক ২, নির্দল ১৯৮টি আসনে জয়ী। ত্রিশঙ্কু ৩৬টি আসন। পঞ্চায়েত সমিতির মোট আসন ৭৪৮। ভোট হয়েছে ৭৪৭ আসনে। তৃণমূল ৩০০ আসনে জিতেছে, বিজেপি ৩৩টি, সিপিএম ৩৫টি, কংগ্রেস ৭৫টি, আরএসপি ২টি, নির্দল ৪ টি আসনে জয়ী। জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে তৃণমূল ২৮টি আসনে জয়ী, এগিয়ে ২০টি আসনে।কংগ্রেস ২টি এবং সিপিএম ১টি আসনে জয়ী।
দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে রাতভর পুলিশ ও আইএসএফ সংঘর্ষ। দেদার বোমাবাজি, গুলি। মৃত্যু হল ১ আইএসএফ কর্মীর। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপারের গায়েও গুলি লেগেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভাঙড়জুড়ে বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে।
মালদা জেলা পরিষদ দখল করল তৃণমূল কংগ্রেস। ৩৬টি আসনের মধ্যে ২৭টিতে এখনও পর্যন্ত জয়ী তৃণমূল। ৪টি জিতেছে বিজেপি। ৫টি জিতল কংগ্রেস। মালদায় ১৫টি পঞ্চায়েত সমিতির ১০টিতে তৃণমূলের জয়। বিজেপি জিতল ১টি আসনে। ত্রিশঙ্কু ৪টি আসন।
কোচবিহারের দিনহাটায় বোমা ফেটে জখম এক কিশোর-সহ ২। সূত্রের খবর, গোসানিমারিতে মাঠের মধ্যে পড়েছিল বোমা। তাতে আঘাত লেগে বিস্ফোরণ ঘটে। আহত হন এক মহিলা ও এক কিশোর।
কোচবিহারে পঞ্চায়েত সমিতি ১২ টি আসন। সব আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ১২টি পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৮৩। তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯২টি আসন। বিজেপি পেয়েছে ৮২টি আসন। নির্দল ১টি আসন পেয়েছে। জেলা পরিষদে ৩৪টির মধ্যে ৩২টি আসনেই জয়ী তৃণমূল। বিজেপি পেয়েছে দুটি।
জলপাইগুড়িতেও সবুজ ঝড়। মোট ২৪টি জেলা পরিষদের মধ্যে ২৪টিই তৃণমূল কংগ্রেসের দখলে।
কোনও সই নেই ব্যালট পেপারে। প্রতিবাদ করায় মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭ নং আসনের কংগ্রেস প্রার্থীকে গলা ধাক্কা দিয়ে সিআরএফ দিয়ে বের করে দেওয়ার অভিযোগ। কংগ্রেস প্রার্থী সোহরবা আলি হাজি আজালতের দারস্থ হবেন বলে জানিয়েছেন। তাঁকে জোর করে হারানো হচ্ছে দাবি।
ফের উত্তপ্ত ভাঙড়। পূনর্গণনার দাবিকে কেন্দ্র করে ISF-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। বোমার আঘাতে এক পুলিশ সুপার গুরুতর জখম হন। পুলিশের গুলিতে একজন ISF কর্মীর মৃত্যু বলে সংবাদমাধ্যম সূত্রের খবর।
রাতে ফের অশান্ত হয়ে পড়ে ভাঙড়। ISF-পুলিশের সংঘর্ষ হয়। চলে ব্যাপক বোমাবাজি। বেশ কয়েকজন গুরুতর জখম হন। পূনর্গণনার দাবি জানানো হয়।
কেশপুরে জয় পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী শেখ হাসিনুদ্দিন। কেশপুরের উচাহার এলাকায় গ্রাম পঞ্চায়েতের প্রার্থী হয়েছিলেন তিনি।
পঞ্চায়েত ভোটের ফলে বিপুল আসন পেয়ে ত্রিস্তরীয় ভোটে জিতছে তৃণমূল। যদিও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, 'কেন্দ্রীয় নেতারা এটা নিয়ে ভাবিত নন, কারণ এটা জনমত নয় সবাই জানেন।'
সন্ধেয় ট্যুইট করেছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতের দিকে ফেসবুকে পোস্ট করে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 'সকল মা মাটি ও মানুষকে' শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন।
১৬ মে বিস্ফোরণে কেঁপে উঠেছিল এগরার খাদিকুল। প্রাণ গেছিল ১২ জনের। সেখানকার সাহারা গ্রাম পঞ্চায়েতে উড়ল গেরুয়া নিশান। ১৭ আসন বিশিষ্ট সাহারা গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনে দখল নিয়েছে বিজেপি। ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল।
ময়ূরেশ্বরে তৃণমূল প্রার্থীকে হারিয়েই দলে ফিরতে চেয়ে বার্তা নির্দল প্রার্থীর। ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের ঝাকোটা পঞ্চায়েতে জিতলেন নির্দল প্রার্থী। হারিয়ে দিলেন তৃণমূলের ৩ বারের জয়ী প্রার্থীকে ।
নির্বাচনের ফল বের হতেই জোট সমর্থিত প্রার্থীর সঙ্গে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থীর সংঘর্ষ। মালদহের চাঁচল থানার কৃষ্ণগঞ্জ এলাকার ঘটনা। উভয় পক্ষের সাতজন জখম হয়েছেন।
২১০টি ব্যালট পেপারে(West Bengal Panchayat Election 2023 Result) সিলমোহর থাকলেও প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছিল না। ফলে বাতিল করে দেওয়া হয় সেগুলি। জলপাইগুড়ির রাজগঞ্জে এর ফলে হেরে গেলেন তৃণমূলপ্রার্থী।
মুর্শিদাবাদের সাগরদিঘিতে ভোট গণনা ঘিরে উত্তেজনা। গণনাকেন্দ্রের বাইরে জমায়েত। ভিড় হঠাতে লাঠি উঁচিয়ে তেড়ে গেল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
গ্রাম বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে অভিষেক লেখেন, বিরোধীদের ‘নো ভোট টু মমতা’-কে ‘নাউ ভোট টু মমতা’তে রূপান্তরিত করলেন বাংলার মানুষ। তৃণমূলের বিপুল জয় নিশ্চিত হতেই টুইট করে কটাক্ষ অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের।
অফিসিয়াল টুইটার অ্য়াকাউন্ট থেকে টুইট করে বাংলার জনগণকে ধন্যবাদ জানাল তৃণমূল। তাতে লেখা, ''জনগণের ভালোবাসা, আস্থা ও সমর্থনে আমরা বিজয়ী হবো।বাংলার মানুষ, এই জয় আপনাদের!''
বিজেপিতে চলে গিয়েছিলেন বলে তাঁকে দণ্ডি কেটে তৃণমূলে ফেরানো হয়েছিল। দক্ষিণ দিনাজপুরের তপনে সেই শিউলি মার্ডি জিতলেন বড় ব্যবধানে। মোক্ষম জবাব দাবি শাসকদলের ।
অনুব্রতহীন বীরভূমে জেলা পরিষদের আসনে রেকর্ড তৃণমূল নেতা কাজল শেখের। জেলা পরিষদের ১৯ নম্বর আসনে প্রার্থী ছিলেন। সেখানেই বিজেপিকে ৪৪ হাজার ভোটে হারান কাজল।
গণনার সময় অগ্নিগর্ভ অশোকনগর, গণনাকেন্দ্রের বাইরে তৃণমূলের সঙ্গে বিরোধীদের সংঘর্ষ
ভুরাকুণ্ডা পঞ্চায়েতে সিপিএম প্রার্থীকে হারাতে ব্যালট খেয়ে ফেলার অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ৪ ভোটে জিতেছিলেন বলে দাবি সিপিএম প্রার্থীর।
এখনও পর্যন্ত বিজেপি জয়ী ১৮৪টি গ্রাম পঞ্চায়েতে। জিতেছে ৪ হাজারের বেশি আসন।
বগটুইয়ের পীড়িতদের পরিবারের দুই বিজেপির প্রার্থী পরাজিত হল তৃণমূলের কাছ। রামপুরহাট এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পদে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিহত ডলি বিবির বৌমা সীমা খাতুন।
অনন্ত মহারাজকে বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব নিশীথ প্রামাণিকের।
উত্তরবঙ্গ ও জঙ্গলমহলের জেলাগুলিতে ভালো ফল করতে পারল না বিজেপি। সেখানে ধরাশায়ী হল তারা।
মালদায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে টক্কর দিচ্ছে কংগ্রেস ও সিপিএম। ভাঙড়ে এসএফআই ও তৃণমূলের লড়াই।
মানিকচক ব্লক কাউন্টিং সেন্টারে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ঢোকা নিয়ে বিবাদ। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজনা গণনা কেন্দ্রে। পাল্টা কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুত্তাকিম আলম সাবিত্রী মিত্রের দিকে তেরে যান।কাউন্টিং হলেই চলে স্লোগান কংগ্রেসের।
কেশিয়াড়িতে দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের।
ভোটে পর্যাপ্ত বাহিনী না থাকা নিয়ে পাল্টা কেন্দ্রকেই দায়ী করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
ফলাফলের পরেই বিজেপি ও তৃণমূল সংঘর্ষ নদিয়ার ভীমপুর থানার আসাননগর গ্রাম পঞ্চায়েতের ডগরপোতা এলাকায়।সূত্রের খবর, বিজেপি কর্মীরা ভোট গণনার শেষে বাড়ির দিকে যাচ্ছিলেন তখনই ডগরপোতা ঘোষপাড়া এলাকায় হঠাৎ তৃণমূল আশ্রিতো দুষ্কৃতীরা বিজেপি কর্মী সমর্থকের ওপর হামলা চালায় বলে অভিযোগ।
১৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬-টির গণনা পুরো সম্পূর্ণ। এখনও পর্যন্ত ৬টির মধ্য়ে ৬টিরই ক্ষমতা দখল বিজেপির হাতে।
সকাল থেকে দুবার ফোন করেছিলেন অমিত শাহ। রাজ্যের ভোট পরিস্থিতি নিয়ে খোঁজ নিয়েছেন। এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
হাওড়ার উদয়নারায়ণপুর ব্লকের ১১ টি গ্রাম পঞ্চায়েতের ১৮৭টি আসনের ১৮৭টি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী।
দণ্ডি কেটে বিজেপি থেকে তৃণমূলে ফেরা তপনের সেই শিউলি জিতলেন গোফানগর পঞ্চায়েত থেকে
শুভেন্দু অধিকারীর কথায়, 'রাজ্যের পুলিশ কার্যত উলঙ্গ হয়ে গেলেন। মোবাইলে সব ফুটেজ বন্দি হয়ে থাকল। পোস্ট পোল হিংসা শুরু হয়ে গিয়েছে। ২০ হাজারের বেশি আসন পাওয়ার কথাই নয় তৃণমূলের। গোটা ভারত ধিক্কার জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিরদিন কারও সমান যায় না।'
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, 'ওদের সব আসন চাই। এই নির্বাচনের ফলাফলের কোনও বিশ্লেষণ হয় না। এটা জনতার রায় নয়। তৃণমূল একই ভাবে ২০১৮ সালে উল্লাস করেছিল। স্থানীয় স্তরে কিছু জায়গায় আমরা লড়াই করে গণতন্ত্র রক্ষা করতে পেরেছি। ব্যালটে দেদার কারচুপি হয়েছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সর্বগ্রাসী মনোভাব।'
পাহাড়ে খাতা খুলল তৃণমূল, কালিম্পং জেলার একটি গ্রাম সংসদে ফুটল ঘাসফুল।
দক্ষিণ ২৪ পরগনার ৩১০ টি পঞ্চায়েতের মধ্যে ২০৪ টি পঞ্চায়েত তৃণমূলের দখলে। ১টি পঞ্চায়েত বিজেপির দখলে। ৮৫ টি জেলা পরিষদের আসনের মধ্যে ৪১ টি আসন এখনও পর্যন্ত তৃণমূলের দখলে।
গ্রেটার নেতা অনন্ত মহারাজের বাড়িতে গেলেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। পঞ্চায়েত নির্বাচনে গণনাতে দিনহাটার ভেটাগুড়িতে একাধিক আসনে জয়ী বিজেপি। এরপর অনন্ত মহারাজের বাড়িতে যান মন্ত্রী নিশীথ প্রামাণিক।
গণনা চলাকালীন বিস্ফোরণ ময়নায়, হাত উড়ল বৃদ্ধের, সারা গায়ে আঘাত নিয়ে ভর্তি হাসপাতালে
শীতলকুচিতে নিরঙ্কুশ তৃণমূল, ৮ গ্রাম পঞ্চায়েতের সবক’টিতে জয় ঘাসফুল শিবিরের
ভোট গণনার দিন বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবরদান গ্রামে বোমা বিস্ফোরণে উড়ে গেল এক ব্যক্তির হাত। ওই ব্যক্তির নাম গুরুপদ ভূঁইয়া, বয়স ৬৪ বছর।
ভোট গণনার দিন অশান্তি মোকাবিলায় জেলাশাসক, এসপিদের নির্দেশ রাজ্য় নির্বাচন কমিশনের
পূর্ব বর্ধমানে কাকুরিয়া পঞ্চায়েতে সিপিএমের প্রার্থী হিসেবে গ্রাম সভার আসনে জিতেই তৃণমূলে যোগদান। সহজপুরের ১৬৯ সংসদ থেকে জেতা সিপিএম প্রার্থী গীতা হাসদা ২৩ ভোটের সিপিএমের হয়ে জয় লাভ করেন। এরপরই মোট ১৮টি আসনের মধ্যে তৃণমূল ১৭টি আসনেই জয়লাভ করেছিল, একটি আসনে কেবলমাত্র সিপিএম জয়ী হয়। গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসার পরই তিনি তৃণমূলের যোগদান করেছেন বলে জানান তিনি। তিনি এ প্রসঙ্গে বলেন, 'আগে আমি তৃণমূলটাই করতাম কিছু রাগের কারণে সিপিএম এ যোগদান করেছিলাম। ফের তৃণমূল কংগ্রেসের যোগদান করলাম। চাপের কারণে সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান এমন বামেদের দাবি হলেও, দাবি মানতে চায়নি শাসক দল।'
গণনা কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনিয়ে পালাতে গিয়ে পাকড়াও তৃণমূল প্রার্থী
গোলমাল পাকানোর অভিযোগ, ভোটগণনার দিনই গ্রেফতার কেশপুরের কংগ্রেস প্রার্থী
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকে ৮ টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৮৫। যার মধ্যে ১৫৪ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা । ৩১ টি আসনে ভোট গ্রহণ করা হয়। ৩১ টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
রামপুরহাটের কুসুম্বা গ্রামে মুখ্যমন্ত্রীর মামারবাড়ি। এই পঞ্চায়েতে ২টি আসনে জয় পেল বিজেপি।
শালতোড়ায় আক্রান্ত বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি, সমর্থকদের গাড়িতে ভাঙচুর। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস।
কয়েকটি জায়গায় গন্ডগোল হয়েছে: রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
জলপাইগুড়িতে ১ হাজার ৭০১টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২ রাউন্ড গণনা শেষে ৭২টি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। ৪৩টি আসনে জয়ী বিজেপি ও সিপিএম জয়ী ৩টি আসনে। নির্দল ২টি আসনে জয়ী।
জলপাইগুড়ি জেলায় ১৭০১ টি গ্রাম পঞ্চায়েত আসনে ২ রাউন্ড শেষে তৃণমূল ৭২ আসনে জয়ী,বিজেপি ৪৩ আসনে এবং সিপিএম ৩, নির্দল ২ আসনে জয়ী
পশ্চিম বর্ধমানের বারাবনি ব্লকে ৮টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। ডিজে বাজিয়ে ব্যাপক উল্লাস।
মুখ্যমন্ত্রীর মামার বাড়ির গ্রাম। সেই গ্রামে একাধিক আসনে জয় পেল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি রামপুরহাট-১ ব্লকের কুসুম্বা গ্রামে।
গণনার দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। ভিড় জমাচ্ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে বারবার ভিড় সরানোর চেষ্টা করছেন।
মধ্যেই মেদিনীপুরে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মীরা। তমলুকে অবৈধ জমায়েত হটাতে পুলিশের তুমুল লাঠিচার্জ।
নন্দীগ্রাম ২ ব্লকের ৭টির মধ্যে ৩টি পঞ্চায়েত বিজেপির দখলে।
মুর্শিদাবাদের কান্দিতে বেশ কয়েকটি ব্যালট বাক্সের তালার চাবি না পাওয়ার কারণে ভোটগণনায় বিলম্ব।
উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারে হেরে গেলেন দলের জেলা সভাপতি নিজেই। তবে ভূষণ মোদককে হার স্বীকার করতে হয়েছে মাত্র ১ ভোটে।
নির্বাচনের ফলাফলের দিন, হিংসা অব্যাহত বাঁকুড়া শালতোড়ায়। ভেঙে ফেলা হলো বিজেপি বিধায়ক চন্দনা বাউরির গাড়ি। চন্দনা বাউরির অভিযোগ অতর্কিতে তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীরা তার গাড়ি এবং তাদের কার্যকর্তাদের গাড়ির ওপর হামলা চালায়।
গণনাকেন্দ্র থেকে বেরোলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বলেন, ‘‘আমার বুথে আমরা জিতেছি। পোলেরহাটের অন্য বুথগুলিতে হেরেছি। আমাদের সাত জন প্রার্থী হেরেছেন। এই অবস্থা। হতেই পারে।’’
গণনা কেন্দ্রের ভেতর থেকে ব্যালট পেপার নিয়ে পালাল তৃণমূলের এক এজেন্ট। সেই ব্যালট পেপার নিয়ে পাশের পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের গণনা কেন্দ্রে। ভুরকুন্ডা পঞ্চায়েতের ১৮ নম্বর বুথের তৃণমূল প্রার্থী জাকির হোসেন ও সুপর্ণা দাস দুই নির্দল প্রার্থী শওকত মন্ডল ও মাধবী দাসে কাছে হেরে যায়। কিন্তু সেই ফলাফল না মেনে নিয়ে দ্বিতীয়বার গননা করতে বলে তৃণমূল।ফের গণনা শুরু হয়। কিন্তু দ্বিতীয় বারেও একই ফল আসায়, ব্যালট পেপার নিয়ে পাশে পুকুরে ফেলে দেয় তৃণমূল প্রার্থীর এজেন্ট মুন্না মন্ডল। এনিয়ে গননা কেন্দ্রের বাইরে বিক্ষোভ শুরু হয়। সিপিআইএম ও আইএসএফের সমর্থনে ওই নির্দল প্রার্থী দেওয়া হয়েছিল।
বাসন্তীতে পুলিশকে লক্ষ্য করে আবির ছোড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বাসন্তীর গণনা কেন্দ্রের সামনের ঘটনা। এরপর পুলিশ বিজেপি কর্মীদের লক্ষ্য করে লাঠি চার্জ করে। পুলিশের লাঠি থেকে বাঁচতে পুকুরে পড়েন বিজেপি কর্মীরা।
বাসন্তীতে জেতার পর গেরুয়া শিবিরের উচ্ছ্বাস। তাড়া করে উচ্ছসিত বিজেপি কর্মীদের পুকুরে ফেলল পুলিশ।
তৃণমূল-সিপিএম সংঘর্ষে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা বিডিও অফিস সংলগ্ন ভোট গণনাকেন্দ্রে। তিরধনুক নিয়ে তৃণমূল কর্মীদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে।
গণনা কেন্দ্রে সামনে পুলিশের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তড়িঘড়ি তাকে ধরে ফেলে নিরাপত্তারক্ষীরা। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুমে অভিযোগ উঠে সেখানকার কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হয়। তৃণমূলের গুন্ডাবাহিনীরা রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুট করার চেষ্টা চালাচ্ছিল বলে অভিযোগ। সেই খবর পেয়ে ঘটনাস্থলে যান জগন্নাথ সরকার। গণনা কেন্দ্রের বাইরে সে বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং এসডিপিও-র সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছিলেন তিনি। এর পরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি।
ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া তৃণমূলের। সেখানে জয় পেল জমি রক্ষা কমিটি। দলের হার হতেই কাউন্টিং সেন্টার থেকে বেরিয়ে যান আরাবুল ইসলাম।
ঝাড়গ্রাম জেলায় ১০০৭টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৪৮টিতে জয়ী, ১৬টি আসনে এগিয়ে। বিজেপি ১০টিতে জয়ী, ৪টি আসনে এগিয়ে। সিপিএম ৩টি আসনে জয়ী, দুটিতে এগিয়ে। ১৭টি আসনে জয়ী নির্দল।
ভোটগণনার মধ্যেই মুর্শিদাবাদের ভরতপুরের আমলাই গ্রামে আটটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।
পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের উখরা পঞ্চায়েত তৃণমূলের দখলে। ২৭ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৫টি আসন। দুটি পেয়েছে নির্দল। আবির খেলায় মেতেছেন তৃণমূলকর্মীরা।
সুতির এক নম্বর হারোয়া গ্রাম পঞ্চায়েতে পাঁচটি আসনে জয়ী তৃণমূল কংগ্রেস। তিনটি আসনে জয়ী কংগ্রেস। একটি আসনে জয় বিজেপি।
বসিরহাট মহকুমার সন্দেশখালি ১ নম্বর ব্লকে ৮ টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১৫০। যার মধ্যে ১৩৮ টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা । ১২ টি আসনে ভোট গ্রহণ করা হয়। ১২ টিতেই জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।
উত্তর ২৪ পরগনায় তৃণণলের দখলে একটা গ্রাম পঞ্চায়েত
Bengal Panchayat Nirvachan Result: বালির জগাছা ব্লকে গণনাকেন্দ্রের বাইরে সিপিএমের ব্যালট পেপার উদ্ধার। হাওড়ার বালিতে দীপ্সিতা ধরের মাকে ধাক্কা পুলিশের, অভিযোগ সিপিএমের।
প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে নলহাটির বানিওর গ্রাম পঞ্চায়েতের TMC প্রার্থীকে গ্রেফতার করে NIA। মঙ্গলবার নির্বাচনে জয়ী হলেন ওই প্রার্থী।
Bengal Panchayat Vote Result: গণনাকেন্দ্র থেকে অদূরে বোমাতঙ্ক। চাঁচল ১ নং ব্লকের কলিগ্রাম মহারাজ তলায় একটি পোল্ট্রি ফার্মের পেছনে পরিত্যক্ত দুটি ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছে। ব্যাগের ভিতর খড় থাকলেও বোমা রয়েছে কিনা তাই স্পষ্ট এখনো বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে রয়েছে সিভিক ভলেন্টিয়াররা। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ খবর দেওয়া হয়েছে বোম্ব স্কোয়াডকে।
পঞ্চায়েত গণনায় একাধিক জেলায় অশান্তি, বোমাবাজির খবর আসছে। এই প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা বললেন, আমাদের কাছে অভিযোগ আসছে। আমরা দেখছি সেগুলি খতিয়। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে।
কোচবিহারে গণনা চলার সময় ব্যালট বক্সে কালি ছেটানোর অভিযোগ মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ফলিমারির বাসিন্দা এই মহিলা তৃণমূল কংগ্রেস দলের কর্মী কাউন্টিং এজেন্ট পরিচয় দিয়ে নৃপেন্দ্র নারায়ণ স্কুলের গণনা কেন্দ্রে গিয়েছিলেন। রিঙ্কু রায় নামে এই তৃণমূল কংগ্রেস কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বসিরহাট এক নম্বর ব্লকের ১টিতে তৃণমূল কংগ্রেস, ১টিতে নির্দল জয়ী। হাড়োয়া ব্লকের ১ টি আসনে তৃণমূল জয়ী। সন্দেশখালি এক নম্বর ব্লকের ৭টি আসনের তৃণমূল জয়ী।
ময়না ব্লকে গণনা কেন্দ্রে সামনেই পুলিশের লাঠিচার্জ। বিজেপি এবং তৃণমূলকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ। লাঠিচার্জ করে কেন্দ্র বাহিনী।