West Bengal Panchayet Poll 2023 Coachbehar Shitalkuchi Unrest: পঞ্চায়েত নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। ফের শিরোনামে শীতলকুচি। কোচবিহার শান্ত হওয়ার নাম নেই।জেলা জুড়ে একের পর এক রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত এলাকা। মঙ্গলবার গীতালদহে অশান্তির পর এবার শীতলকুচি। রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কোচবিহারের বিভিন্ন এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে। এমনকী গুলি চালানোর অভিযোগ রয়েছে। চূড়ান্ত অশান্তি শীতলকুচির থানার ডাকঘরা গ্রাম। এই সংঘর্ষে ঘটনায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। মোটরবাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। এরপরই তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে অশান্তি ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসে শীতলকুচি থানার পুলিশ। বৃহস্পতিবার সকালেও এলাকা থমথমে। তৃণমূলের অভিযোগ বিজেপি প্রথমে হামলা চালায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।