বাংকার বানিয়ে যুদ্ধের আবহে চলল ভোট গণনা। নজরদারির দায়িত্বে ছিল কেন্দ্রীয় বাহিনী। এই নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল বীরভূমের নানুর। যদিও এরপরও একাধিক গণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অভিযোগ, নানুর কীর্ণাহার 2 তে CPIM প্রার্থী ও এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি গণনা কেন্দ্রে। প্রতিবাদে নানুর পূর্ব বর্ধমান রোডে আগুন জ্বালিয়ে CPIM নেতা কর্মীরা বিক্ষোভ দেখান। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে CISF নজরদারি চালায় ভোট গণনা কেন্দ্রে। শনিবার, আট জুলাই নির্বাচনের দিন BJP প্রার্থী কে এই নানুরে মারধর করে হয়েছিল। এই নানুরকে বোমার স্তূপ বলে চিহ্নত করা হয়েছে। এছাড়াও অতি স্পর্শকাতর হিসাবে ঘোষণা করা হয়েছিল বীরভূমের নানুরকে। বীরভূম জেলার নানুর গণনা কেন্দ্রে বাংকার বানিয়ে গণনা চলে।