উচ্চতা মেরেকেটে ২ ফুট। রাজনৈতিক সচেতন সমাজে যেন ছক ভাঙার লড়াইয়ে নেমেছেন কনিষ্ঠ পঞ্চায়েত প্রার্থী চুমকি ঘোষ। দক্ষিণ দিনাজপুর জেলার ধলপাড়া পঞ্চায়েতের চকমোহন গ্রাম সংসদ থেকে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রাথী হয়েছেন চুমকি ঘোষ। ২৩ বছর বসয়ী এই তরুণী হিলি থানার কনিষ্ঠ প্রার্থী। হিলি গভর্নমেন্ট কলেজের শেষ বর্ষের ছাত্রী। বাবা চঞ্চল ঘোষ। হাটের ছোট ব্যবসায়ী। সংসারের দায়িত্ব মা চিত্রা ঘোষে কাঁধে। চকমোহনের প্রার্থী চুমকি ঘোষকে নিয়েই এখন সবার আলোচনা। ওই তরুণীর উচ্চতা মেরেকেটে ২ ফুট। শারিরীক প্রতিবন্ধকতাও রেরয়েছে৷ সেইসবকে জয় করেই চলছে পঠনপাঠন। কিছু করার তাগিদে চলছে চাকরির খোঁজ। এসবের মধ্যে ভোট দাঁড়িয়ে সমাজ সেবায় ব্রতী হতে চাইছে বিশেষভাবে সক্ষম এই তরুণী।