35 বছর ধরে মালদহের মোজমপুর গ্রামপঞ্চায়েত বিরোধীশূন্য ভাবে দখল নিয়েছে রাজ্যের শাসক দল। এক সময়ে CPIM তারপর বর্তমান শাসকদল TMC। মালদহ জেলার কালিয়াচক-1 নম্বর ব্লকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জয়ী হল শাসক দল TMC। 20 টি আসনের মধ্যে সবকটিতেই বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। শুধু তাই নয় এখানে 3টি পঞ্চায়েত সমিতিও বিনা প্রতিদ্বন্দ্বিতাতে জিতে গিয়েছে শাসক দল। চলতি মাসের আটই জুন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন। 9 জুন থেকে মনোনয়ন শুরু হয়। 15 জুন শেষ হয় মনোনয়ন। এরপরের দিন 16 জুন থেকে স্ক্রুটনি শুরু হয়েছে।দেখা যায় মালদহের কালিয়াচক ১ নম্বর ব্লকের মোজমপুর গ্রামপঞ্চায়েটি দখল নিয়েছে শাসকদল।