শনিবার ভোটের শেষ লগ্নে ওই এলাকায় বুথ দখল করে ছাপ্পা মারাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হঠাৎই গোলমাল বেধে যায়। ভয়ে পালিয়ে যায় ভোট কর্মীরা। বাঁশ লাঠি নিয়ে ব্যাপক তান্ডব চলে বুথ কেন্দ্রে। চলে মারধর ভাঙচুর। সেই সময়ই পিটিয়ে মাথা থেঁতলে দেওয়া হয় একজনকে। সেখানেই মৃত্যু হয় তার। তবে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। পরে বুথের পাশে পুকুর থেকে ঐ অজ্ঞাত পরিচয় ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হয়। পুকুর থেকে মিলেছে মোটর বাইক, বাসের লাঠি ,কার্তুজ। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কে বা কারা ওই ব্যক্তিকে খুন করল তা জানা যায়নি। অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ।