কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের বুথেও পদ্মফুল ফুটল না। সেই বুথে বিজেপিকে সম্পূর্ণ পর্যদুস্থ করে জিতে গেল তৃণমূল। শান্তনু ঠাকুরের বাড়ি গাইঘাটার ইছাপুর-2 গ্রাম পঞ্চায়েতের 42 নম্বর বুথ এলাকায়। ওই বুথেই তৃণমূল প্রার্থী রীতা মণ্ডলের কাছে হেরেছেন বিজেপির শ্রেষ্ঠা মৃধা। বিজেপি হারলেও এতে রীতিমতো ‘জালিয়াতির-র গন্ধ পেয়েছে বিজেপি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিজেপির হেভিওয়েট নেতাদের এই এলাকায় কীভাবে তৃণমূল জালিয়াতি করল? তবে বিজেপির তরফে অভিযোগ, ‘‘তৃণমূল রাতের অন্ধকারে জাল ব্যালট ছাপিয়ে জোর করে বিজেপিকে হারিয়েছে।’’ ব্যালট বাক্স থেকে পদ্মফুলে ছাপ দেওয়া ব্যালট পেপার শৌচাগারের পাশে ফেলে রাখা হয়েছিল বলেও অভিযোগ বিজেপির।