চায়ের কাপ হাতে যখন আমরা ভোট নিয়ে আলোচনা করি, তখনও মাঝে মাঝে ঝগড়া ঝামেলা হয়ে যায়। আচ্ছা এই মতের পার্থক্য কি দুই ভাইয়ের সম্পর্কে চিড় ধরাতে পারে। উত্তর হয়তো হবে না। অন্তত বাঁকুড়ার মাল পরিবারের দুইভাই তেমনটাই বলছেন। ভোট যুদ্ধ তাঁদের আলাদা করে দিয়েছে। একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছেন তাঁরা। কিন্তু যত লড়াই কিন্তু ওই ভোটের ময়দানেই সীমাবদ্ধ। এই ত্রিস্তরীয় নির্বাচনে একজন লড়ছেন ঘাস ফুলের হয়ে, অন্য জন লড়ছেন পদ্ম ফুলের হয়ে। ভাই কার্তিক টিকিট পেয়েছেন TMC-র হয়ে এবং দাদা গণেশ লড়ছেন BJP-র হয়ে। বাঁকুড়া 2 নং ব্লকের নটড়া অঞ্চলের নবান্দা গ্রামের যুযুধান দুই প্রার্থীর সম্পর্ক তাঁরা একদিকে প্রতিদ্বন্দ্বী অন্যদিকে আপন ভাই। ছোটো ভাই কার্তিক জানান তাঁর বিরূদ্ধে কেউ দাঁড়াতে চাননি, কিন্তু তাঁর দাদা দাঁড়ানোর সাহস দেখিয়েছেন। বিষয়টা যেন ঘরের শত্রু বিভীষণ।