পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হতেই ভাঙড়ে অশান্তির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। মঙ্গলবারও সেই পরিস্থিতি পাল্টালো না। ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম সম্প্রতি তৃণমূল কর্মীদের পরামর্শ দিয়েছিলেন 'মারপিটের দরকার নেই।' তবে চিত্র পাল্টালো না ভাঙড়ের। এদিনও মনোনয়ন পর্ব চলাকালীন ভাঙড়ে ফের অশান্তির খবর পাওয়া গেল। ভাঙড় ২ বিডিও অফিসের অদূরে পুলিশকে লক্ষ্য করে পড়ল বোমা। ১৪৪ ধারা উপেক্ষা করেই শতাধিক বোমা পড়েছে বলে অভিযোগ। সেইসঙ্গে ৭ রাউন্ড গুলিও চলেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনায় এক পুলিশ কর্মীর আহত হওয়ার খবরও সামনে এসেছে। গোটা ঘটনায় জেলার এসপি ও ডিএমকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।