হাইকৈার্টের নির্দেশ ছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ভোটাররা যাতে নিরাপদে ও সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্যই এই ব্যবস্থা। সেই মতো কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে সুপারিশও করে রাজ্য নির্বাচন কমিশন। ভোটের আগে বাহিনীও পৌঁছে যায়। কিন্তু ভোটের দিন দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। রাজ্যের বেশিরভাগ পঞ্চায়েতের ভোটকেন্দ্রগুলিতে দেখা মিলল না কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। নিরাপত্তা সতো দূরস্ত, অনেক বুথেই অবাধে চলেছে ছাপ্পা, রিগিং। এমনকী বুথে ঢুকে কর্তব্যরত প্রিসাইডিং অফিসারকে হুমকি, ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট বাক্স তুলে নিয়ে পুকুরে ফেলার মতো ঘটনাও ঘটেছে। বুথ থেকে ব্যালট বাক্স লুঠ করে থানায় পৌঁছে যাওয়ার ঘটনাও ঘটেছে এবারের ভোটে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে হাইকোর্টে এত মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্য সরকারের ভোট করানোর ব্যাপারে সম্মত হওয়া। কিন্তু ভোটের দিন কার্যত অরক্ষিতই থেকে গেল বেশিরভাগ বুথ।